কারণ ছাড়াই কেঁপে উঠল আকাশচুম্বী ৭০তলা ভবন! (ভিডিও)

https://youtu.be/xgQMmOsXBfY

কমপক্ষে ৭০ তলাবিশিষ্ট এসইজি প্লাজা। মঙ্গলবার বিকেলে মানুষে পরিপূর্ণ চীনের দক্ষিণের শেনঝেং-এর এই আকাশচুম্বী ভবন। কিন্তু আকস্মিক কাঁপতে শুরু করে এই ভবন। মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ভয়ার্ত মানুষ যে যেভাবে পারেন বেরিয়ে দৌড়াতে থাকেন। এ সময় এই ভবনের চারপাশের রাস্তায় দেখা যায় পিঁপড়ার সারির মতো মানুষ। রুদ্ধশ্বাসে পালাচ্ছেন তারা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে বলা হয়েছে, কি কারণে ৩০০ মিটার বা ৯৮০ ফুট উঁচু এসইজি প্লাজা এভাবে কেঁপে উঠেছে তা তারা জানেন না। ঘটনার সময় কোনো ভূমিকম্পও হয়নি। তাহলে কি এমন ঘটলো, যার জন্য এত্ত বিশাল ভবনটি কেঁপে উঠলো! বিষয়টি ভাবিয়ে তুলেছে সংশ্লিষ্ট সবাইকে। কর্তৃপক্ষ শুরু করেছে তদন্ত। ২০ বছরের পুরনো এই ভবনে আছে ইলেকট্রনিক্সের মার্কেট ও বিভিন্ন অফিস। এর অবস্থান শেনঝেং-এর একেবারে কেন্দ্রস্থলে। এই শহরে বসবাস করেন কমপক্ষে এক কোটি ২০ লাখ মানুষ। তারা কেনাকাটা করতে পছন্দ করেন। এ ছাড়া এ এলাকাটি প্রযুক্তি শিল্পের জন্য বিখ্যাত। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব ফুটেজ ছড়িয়ে পড়েছে তাতে দেখা যায়, ওই আকাশচুম্বী ভবন থেকে দ্রুত মানুষজনকে সরিয়ে নেয়া হচ্ছে। তারা ভবন থেকে বেরিয়ে দৌড়াতে থাকেন। এমন মানুষের সংখ্যা শত শত। চীন সরকার পরিচালিত গ্লোবাল টাইমস বলেছে, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ৩১ মিনিটে ওই ভবনের স্টাফদের পক্ষ থেকে স্থানীয় সরকারকে ফোনে জানানো হয় যে, ভবনটি কাঁপছে। বেলা দু’টার মধ্যে ভবনের ভিতরকার সব মানুষকে সরিয়ে নেয়া হয়। পরে এক বিবৃতিতে স্থানীয় সরকার বলেছে, প্রাথমিকভাবে তদন্তে ভবনটির আশপাশে মাটিতেও কোনো ফাটল দেখা যায়নি। এমনটি ভবনের বাইরের দেয়ালে কোন ফাটল বা ক্ষতচিহ্নও দেখা যায়নি। উল্লেখ্য, ২০০০ সালে এই ভবনের নির্মাণ কাজ শেষ হয়। এর মধ্য দিয়ে চীনের ১০৪তম সর্বোচ্চ উচ্চতার ভবনের দাবিদার হয় এই ভবন। একই সঙ্গে সারাবিশ্বে সর্বোচ্চ উচ্চতার দিক দিয়ে এটি বিশ্বে ২১২তম।