মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন সাইয়েদ গোলাম হায়দার মিন্টু

অবিনাশী’৭১, মুক্তিযুদ্ধ ও প্রয়াত নেতার সন্তান পরিষদে শোক সভায় বক্তারা
১৬ নম্বর চকবাযার ওয়ার্ড এর ৭ বার নির্বাচিত জননন্দিত ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু এর স্মরণে অবিনাশী’৭১, মুক্তিযুদ্ধ ও প্রয়াত নেতা সন্তান পরিষদের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল কাজী ইনামুল হক দানু এর বাসভবন কাজী হাইটসে অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সদস্য সাইফুদ্দীন খালেদ বাহার এর সভাপতিত্বে এবং পারভেজ মান্নান এর সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগরের কমান্ডার মোজাফফর আহম্মদ। সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হকন দানু এর সহধর্মিণী চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগ এর সিনিয়র সদস্য বেগম শামসুন্নাহার হক। শোক সভায় বক্তারা বলেন, সাইয়েদ গোলাম হায়দার মিন্টু এই জনপদ এর মানুষের কাছে ছিলেন এক অকৃত্রিম বন্ধু, যার দুয়ারে এসে কেউ কোনদিন নিরাশ হয়ে ফেরত যাননি। গভীর রাতে ঝড় বাদলের মধ্যেও মানুষের বিপদে আপদে তিনি ছুটে গিয়েছেন। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতেন এলাকার মানুষের জন্য নিরলস কাজ করে গেছেন, আলোকিত করেছেন এ সমাজকে। জীবনের শেষ ৩৫ বছর ছিলেন নিরামিষভোজী। তিনি ছিলেন চট্টগ্রাম বধির সংঘ এর সভাপতি। বধিরদের সাথে ছিল তাঁর দারুণ সখ্যতা, তিনি তাদের ভাষা বুঝতেন, সাংকেতিক ভাষায় তাদের সাথে কথাও বলতেন। আপামর জনসাধারণের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছিলেন জীবনের শেষদিন পর্যন্ত। দীর্ঘ ৪৩ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে তিনি ছিলেন নিষ্কন্টক, নির্ভেজাল। মৃদুভাষী ও সদা হাস্যোজ্জল এ মানুষটি মাদার তেরেসা এ্যাওয়ার্ডে ভূষিত হন। গান্ধীর অহিংস নীতি ছিল তাঁর আদর্শ। সভায় আরো বক্তব্য রাখেন সরফুদ্দীন আহম্মদ চৌধুরী রাজু, জয়নাল আবেদীন, রেদোয়ান আহম্মেদ, সাপ্তাহিক শ্লোগান পত্রিকার প্রকাশক ও সম্পাদক মুহাম্মদ জহির, মেহরাজ তাহসিন শফি, আসাদুজ্জামান খান, তাজিব সুলতান, আব্দুল্লাহ আল মামুন, আবু তৈয়ব চৌধুরী, ভাষ্কর চৌধুরী, জুলকারনাইন সুমন, নিজাম উদ্দিন সুলতান, সাজ্জাদ ইভান, তাহমিনা সুলতানা, নুছরাত জাহান মুন্নী, সরোয়ার খান, মোহাম্মদ জাবেদ, চকবাজার থানা আওমীলীগ এর সাধারণ সম্পাদক মোঃ আনসারুল হক, জয়নগর মহল্লা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ, চকবাজার থানা আওয়ামীলীগ এর যুগ্ন-সাধারণ সম্পাদক লায়ন সাইফুল ইসলাম রাসেল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য মোঃ সারওয়ার আলম চৌধুরী মনি, চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব কাজী রাজিশ ইমরান, সাইয়েদ গোলাম হায়দার মিন্টু এর পুত্র সাইয়েদ ইবতিসাম, কাজী ইয়াসির রায়হান, মোহাম্মদ রফিক, সিজার বড়ুয়া, আলী নেওাজ খান পারভেজ, জিয়ানুল হোসেন জেকক, সৈয়দ তাঞ্জির শাহীদ হিমেল, এস এম ইশতিয়াক রুমি, জয়নুদ্দীন জয়, আরফাতুল মান্নান ঝিনুক, রাশেদুল হক মিশু, মিজানুর রহমান বাপ্পী, মোঃ আশরাফুল আযম লেনিন, মোঃ কুহেল, রেজাউর রহমান নয়ন, রাশেদ কামাল বাবু, ফাহাদ, মোঃ আরিফউদ্দীন, দৈনিক বাংলার ডাক পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান মাসুদুর রহমান, অনিক, মুন্তাসির হিশাম প্রমুখ। শোক সভার শুরুতে মরহুম সাইয়েদ গোলাম হায়দার মিন্টু এর স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।