পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের স্বাধীনতা দিবস পালন

৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্র দল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে ষোলশহর ২নং গেইট জিয়া উদ্যানে র‌্যালিসহকারে স্বাধীনতার ঘোষণ শহীদ জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধাস্বরূপ পুস্পস্তবক অর্পন করতে গেলে পুলিশের বাঁধার মুখে ও স্বৈরাচারী কায়দায় শহীদ জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনে বিএনপি নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা ও নেতাকর্মীদেরকে শ্রদ্ধা নিবেদনে বাঁধা প্রদান করায়। তাৎক্ষণিক এর প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবুল বাশারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ নুর নবী’র সঞ্চালনায় আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ বখতেয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা আপীল উদ্দিন, চন্দগাঁও বিএনপি নেতা জানে আলম, ওয়ার্ড বিএনপি নেতা হাজী মোঃ আইয়ুব আলী, মোঃ মনজুর আলম, ওয়ার্ড বিএনপির অর্থ সম্পাদক মোঃ আবু আইয়ুব, বিএনপি নেতা এয়ার মোহাম্মদ নেজাম উদ্দিন, মোঃ ইউসুফ, ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহেদুল ইসলাম শহীদ, মোঃ জসিম, মোঃ আবু তাহের, মোঃ দিদারুল আলম, মোঃ আব্দুর রহিম, মোঃ আকবর, মোঃ জালাল উদ্দিন, মোঃ মিজান, তামভির, হাবিব কিং, মোঃ সোলায়মান প্রমুখ। বক্তারা বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও আমরা পরাধীন হিসেবে অপশক্তির কাছে জিম্মি বাংলাদেশের জনগণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি শ্রদ্ধা জানানো পর্যন্ত অধিকার বাংলাদেশের জনগণের নেই। এই স্বৈরাচারের হাত থেকে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের সরকার গঠনের লক্ষ্যে আন্দোলনের কোন বিকল্প নেই। রাজপথে আন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতাচ্যু করে আমরা ঘরে ফিরে যাব, তার আগে নয়।