ভবিষ্যত প্রজন্ম সঠিক ইতিহাস না জানেলে স্বাধীনতা রক্ষায় ত্যাগ বিফলে যাবে

৭ই মার্চকে স্বাধীনতা দিবস ঘোষণা করা উচিত। সেসাথে ভবিষ্যত প্রজন্ম যদি দেশের স্বাধীনতার সঠিক ইতিহাস না জানে তাহলে স্বাধীনতা রক্ষার সংগ্রামে যেসব প্রাণ আত্মাহুতি দিয়েছে তাদের সেই ত্যাগ বিফলে যাবে।

আজ সকালে সেক্টর কমান্ডারস ফোরামের উদ্যোগে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে স্মারকগ্রন্থ প্রদান অনুষ্ঠানে একথা বলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি আরো বলেন বাংলার মুক্তির জন্য বঙ্গবন্ধু যখন ৬দফার ডাক দিয়েছিলেন তখন অনেকে সন্দিহান ছিলেন এই কর্মসূচী নিয়ে কিন্ত বিচক্ষণ বঙ্গবন্ধু ঠিকই বুঝেছিলেন এর মাধ্যমেই স্বাধীনতার লড়াই চালিয়ে যেতে হবে।তারই ধারাবাহিকতায় ৭ই মার্চ তিনি স্বাধীনতার ডাক দেন।অনেক রক্তের বিনিময়ে পাওয়া আমাদের এ স্বাধীনতা যদি ভবিষ্যত প্রজন্ম অন্তর দিয়ে ধারন করতে না পারে তাহলে স্বল্পন্নোত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হওয়া দেশের অগ্রগতি থমকে যাবে।তিনি ভবিষ্যত প্রজন্মের কাছে বঙ্গবন্ধু ও দেশের স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। সেক্টর কমান্ডার্স ফোরামের চট্টগ্রাম নগর সভাপতি ডাঃ সরফরাজ খান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা বেদারুল আলম চৌধুরী বেদার, গৌরী শংকরসহ সেক্টর কমান্ডার্স ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ।