ইটভাটা মালিক শ্রমিকদের বিক্ষোভ

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ পরিবেশন দুষনের দায়ে উচ্চ আদালতের নির্দেশে রাউজানে ৫টি ইটের ভাটা গুড়িয়ে দিয়াছে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা প্রশাসন, রাউজান উপজেলা প্রশাসনের কর্মকর্তা র‌্যাব, পুলিশ আনসার, দমকল বাহিনীর সহায়তায়। রাউজানে অবশিষ্ট ইটের ভাটা চালু রাখার দাবীতে রাউজান ইট ভাটা মালিক সমিতি, ইটের ভাটার শ্রমিক, ট্রাক শ্রমিকেরা গতকাল ৩ মার্চ বুধবার সকাল ১০ টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত সময়ে রাউজানের মুন্সির ঘাটায় চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের দু পাশে ব্যানার ফেষ্টুন হাতে নিয়ে দাড়িয়ে মানববনদ্বন কর্মসুচি পারণ করেন । মানববন্দ্বন কর্মসুচিতে রাউজানের ৪৬টি ইটের ভাটার মালিক, কয়েক হাজার ইট ভাটার শ্রমিক, ট্রাক পরিবহন শ্রমিক অংশ গ্রহন করেন । মানববন্দ্বন কর্মসুচিতে ইট ভাটা চালু রেখে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উন্নয়ন কাজ করা ও রাউজানে ৪৪টি ইট ভাটায় কর্মরত ১০ হাজার শ্রমিক, ১ হাজার ট্রাক পরিবহন শ্রমিক, হাজারের বেশী নির্মান শ্রমিক, রড সিমেন্ট, হার্ডওয়ার দোকানে কর্মরত শ্রমিকদের বেকারত্বের অভিশাপ থেকে রক্ষা করার জন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনার সদয় হস্তক্ষেপ কামনা করেন ইটভাটার মালিক ও শ্রমিকেরা । মানবন্দ্বন কর্মসুচিতে বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, চট্টগ্রাম রাঙ্গামাটি বাস মালিক সমিতির সভাপতি ইটভাটার মালিক সৈয়দ হোসেন কোম্পানী, ইট ভাটার মালিক স্বপন দাশ গুপ্ত, আজিজুল হক কোম্পানী, সুজিত দত্ত, ফোরকান, জয়নাল আবেদীন, আবদুল কাদের, জামাল উদ্দিন, সুমন দে, ইব্রাহিম, সিরাজ মাঝি, শহিদুল্ল্যাহ রনি, শাহেদ উল্ল্রাহ জনি, লোকমান হাকিম, তপন, চট্টগ্রাম বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ইউনুছ প্রমুখ । মানববন্দ্বন কর্মসুচি শেষে ইট ভাটার মালিক শ্রমিকেরা ইট ভাটা চালু রাখার দাবীতে মিছিল করে রাউজান উপজেলা নিবাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের কার্যলয়ে উপস্থিত হয়ে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবওে স্মারকলিপি প্রদান করে।