শেখ মরহুম জাহেদ বিন সুলতান আল নাহিয়ানের ইছালে ছাওয়াব

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাচঁখাইন দরগাহ বাড়ীস্থ হযরত গাউসুল আজম আবদুল কাদের জিলানী (রাঃ) এর আস্তানায় বড়পীর শাহার ওরশ আরব আমিরাতের মরহুম শেখ জাহেদ বিন সুলতান আল নাহিয়ানের ইছালে ছাওয়াব উপলক্ষে গত ২৮ ফেব্রƒযারী রবিবার বিভিন্ন কর্মসুচির আয়োজন করা হয় । খতমে কোরআন, খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল, কাউখালী গানের আয়োজন করা হয় । রাউজানের পাচখাইনে বড়পীর শাহার ওরশ শেখ মরহুম জাহেদ বিন সুলতান আল নাহিয়ানের ইছালে ছাওয়াব অনুষ্টানে রাউজান – রাঙ্গুনিয়া, বোয়ালখালী উপজেলার বিভিন্ন এলাকা থেকে ও চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী পুরষ এসে বড়পীর শাহার আস্তানা জেয়ারত করেন ও কর্মসুচিতে অংশ গ্রহন করেন । অনুষ্টানে বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরিফউল ইসলাম সহ ওরশ পরিচালনা কমিটির পক্ষ থেকে আগত আশেক ভক্তদের মধ্যে তবরুক বিতরন করা হয়। অপর দিয়ে এলাকার প্রবাসী ব্যবসায়ী জসিম উদ্দিনের উদ্যোগে বড়পীর শাহার ওরশ শেখ মরহুম জাহেদ বিন সুলতান আল নাহিয়ানের ইছালে ছাওয়াব মাহফিলের আয়োজন করেন তার বাড়ীতে । এ উপলক্ষে আগত ভক্ত আশেকদের মধ্যে তবরুক বিতরন ও কাউখালী গানের আয়োজন করেন। কাউখালী গান পরিবেশন করেন চট্টগ্রামের স্বনামধন্য শিল্পি জসিম উদ্দিন, আখি, তানজিনা আকতার । রাউজানের পাচঁখাইন হযরত বড়পীরের আস্তানায় বড়পীরের ওরশ উপলক্ষে রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া সহ নোয়াপাড়া এলাকার ব্যবসায়ী ও বাসিন্দ্বাদের উদ্যোগে পাচঁখাইন বড়পীর শাহার আস্তানায় ওরশ শরীফের আয়োজন করেন । ওরশ শরীফে আগত ভক্ত আশেকদের মধ্যে তবরুক বিতরন করা হয় ।