রাঙ্গামাটি সড়কে ম্যারাথন দৌড় কর্মমুচি সফল করার প্রস্তুতি

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ মুজিব বর্ষ উপলক্ষে আগামী ৬ মার্চ শনিবার সকাল ১০ টা থেকে রাউজান পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম গহিরা সর্তার ঘাট থেকে ম্যারাথন দৌড় কর্মসুচি শুরু করা হবে । রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপির পৃষ্টপোষকতায় রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে ম্যারাথন দৌড় কর্মসুচি চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের সর্তার ঘাট থেকে শুরু হয়ে রাউজান জলিল নগর বাস ষ্টেশন পর্যন্ত এসে শেষ হবে । এই কর্মসুচিকে সফল করতে রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্টিত হয় । গতকাল ১মার্চ সোমবার অনুষ্টিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি । প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভুমি অতিশ দর্শী চাকমা, রাউজান পৌরসভার নব নির্বাচিত মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার ওসি আবদুল্ল্যাহ আল হারুন। অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন চেয়ারম্যান শফিকুল ইসলাম, আবদুর রহমান চৌধুরী, প্রিয়তোষ চৌধুরী, সৈয়দ আবদুল জব্বার সোহেল, ভুপেশ বড়ুয়া, আব্বাস উদ্দিন আহম্মদ, সাহাবুউদ্দিন আরিফ, বিএম জসিম উদ্দিন হিরু, রোকন উদ্দিন, তসলিম উদ্দিন চৌধুরী, নোয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া প্রমুখ ।