“৪র্থ শিল্পবিপ্লবে বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় দেশ”

বাংলাদেশ ইপিজেড ইনভেস্টারস এসোসিয়েশন (বেপজিয়া)’র মতবিনিময় সভায় কাস্টমস কমিশনার মাহবুবুর রহমান

বাংলাদেশ ইপিজেড ইনভেস্টারস এসোসিয়েশন (বেপজিয়া)’র মতবিনিময় সভায় চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট কমিশনার এ.কে.এম মাহবুবুর রহমান বলেন,“৪র্থ শিল্প বিপ্লব হবে এশিয়াতে এবং বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় দেশ”। বেপজিয়ার চেয়ারম্যান এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ২৪ই ফেবব্রুয়ারী বেলা ১১.৩০ মিনিটে নগরীর সিপিইজেড ইনভেস্টারস ক্লাবে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন দেশি-বিদেশি বিনিয়োগকারীসহ বেপজা এবং কাস্টমস বন্ড কার্যালয়ের উর্ধতন কর্মকর্তা বৃন্দ। এতে বিনিয়োগ কারীগণ আশা প্রকাশ করেন যে, “অদূর ভবিষ্যতে কাস্টমস বন্ড আরো বেশি ব্যবসা বান্ধব হবে এবং দেশের অর্থনীতে আরো বেশি ত্বরান্বিত হবে।” বেপজিয়া জোনাল সেক্রেটারি আজিজুল বারি চৌধুরী জিন্নাহ’র পরিচালনায় উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বেপজিয়ার জোনাল প্রেসিডেন্ট খাজা মঈনুদ্দিন ফরহাদ, শেকসন সেভেনের এমডি এস.এম.খান মুকুল। নাসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম ভুইয়া। বিজিএমইএ পরিচালক অঞ্জন শেখর দাশ, সিপিইজেড জিএম মসিউদ্দিন বিন মেজবাহ, কর্ণফুলী ইপিজেডের জিএম মো. এনামুল হক, সহকারী কমিশনার কাস্টমস বন্ড সন্তোষ সরেন। বক্তারা এই তিন সংগঠনের মধ্যে সুন্দর সম্পর্ক বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন। এধরনের আয়োজন অদূর ভবিষ্যতে আরো বেশি বেগবান হবে। তিন প্রতিষ্ঠানের মধ্যে নিবিড় সম্পর্ক বজায় থাকলে জোনের কার্যক্রম আরো গতিশীল হবে বলে বিশ্বাস আমন্ত্রিত অতিথিগনের। দুপুরে মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। -বিজ্ঞপ্তি