লাঠিছড়িখালের পাড় কাটা বন্ধ করলেন চেয়ারম্যান

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজানের ডাবুয়া লাঠিছড়ি খালের পাড় কেটে মাটি নিয়ে যাচ্ছে বিশু চৌধুরী নামে এক ব্যাক্তি।

২২ ফেব্রুয়ারী সোমবার খালের পাড় কেটে নিয়ে যাওয়ার খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান আবদুর রহমান ও ইউপি সদস্য মিঠু শীলের হস্তক্ষেপে পাড় কাটা বন্ধ করা হয়। জানা যায়, ডাবুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নতুন উকিলের বাড়ীর পাশ দিয়ে প্রবাহিত লাঠিছড়ি খাল থেকে জৈনিক বিশু চৌধুরী পাড় কেটে বসত ভিটা ভরাট করছিল। স্থানীয়রা জানান, গত বছর খালটি নতুন ভাবে খনন করেন রাউজানের সাংসদের অর্থ বরাদ্দে। খালটি প্রায় তিন কিলোমিটার খনন করা হয়। খালটি খনন হওয়ায় এ বছর চাষাবাদে সাফল্য পেয়েছেন বলে জানান জহিরুল হক নামে এক কৃষক। তিনি জানান, শীতকালীন সবজি চাষে কয়েক হাজার কৃষক উপকৃত হয়েছেন। সবজি চাষাবাদে পর্ষাপ্ত পানি পেয়েছেন লাটিছড়ি খাল থেকে। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল লাঠিছড়ি খাল খননের। মানুষের সুবিধাত্বে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী খালটি খননের ব্যবস্থা করেন। কিন্তু খননের এক বছর পার না হতে বিশু চৌধুরী কর্তৃক পাড় কেটে মাটি নিয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার লোকজন। তারা স্থানীয় চেয়াম্যান ও মেম্বারকে নালিশ দিয়ে জরুরী ব্যবস্থা গ্রহনের দাবি জানান। খালের পাড় কাটা প্রসঙ্গে বিশু চৌধুরী জানান, খালটি আমাদের জায়গা দিয়ে খনন করা হয়েছে। এছাড়া বাঁকা করে পাড়টি বাঁধা হয়েছে। আমি পাড় কাটছিনা বাঁকটি সোজা করছিলাম। সোজা হলে আমার বাড়ির জন্য সুবিধা হবে। তবে চেয়ারম্যান মাটি কাটা থেকে বিরত থাকতে বলায় এখন আর কাটছিনা। চেয়ারম্যান সরোজমিনে পরিদর্শন করবেন বলেও জানান বিশু চৌধুরী।