খাগড়াছড়ি-ফেনী সড়কে দুঃঘটনায় গুরুতর আহত ৫

খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভার দারগা পাড়ায় খাগড়াছড়ি -ফেনী সড়কে পাথর বোঝাই ট্রাকের সাথে সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী আজ ২১শে ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টায় এ দুর্ঘটনা ঘটে।

দুঃঘটনায় গুরুতর আহতরা হলেন, ভুজপুর থানার বাগান বাজার কাজিবাড়ীর আমিনুলহকের ছেলে মাওলানা সামসুউদ্দিন,পাতাছড়া ইউ,পির মধুপুর গ্রামের নুরুল ইসলাম এর ছেলে মোঃ শহীদ, খাগড়াবিলের চেন্টুমিয়ার ছেলে মোঃ নুরুল আমীন,একই এলাকার সাকাওয়াত হোসেন এর স্ত্রী রাজিয়া সুলতানা, নাকাপার মধুপুরের আব্দুর রশিদের ছেলে মোঃ আব্দুর রাজ্জাক।

দুঃঘটনা পর পর রামগড় ফায়ার সার্ভিস ও স্হানীয় জনগন আহত যাত্রীদের উদ্বার করে
রামগড় স্বাস্হ্য কম্পেক্সে পাঠায়।

উপজেলা স্বাস্হ্য পরিবার পরিকল্পনা কর্মকত্তা ডাঃ প্রতিক সেন জানান, আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, পৌরসভার মেয়র মোহাম্মদ শাহ জাহান কাজী রিপন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামসুজ্জামান ও কাউন্সিলর মোঃ আহসান উল্লাহ। রামগড় উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক কাজি নুরুল আলম আলমগীর, পৌর আওয়ামী লীগ সভাপতি রফিকুল আলম কামাল, হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬ টায় দারগাপাড়া এলাকায় রামগড় হতে করেরহাট গামী একটি যাত্রীবাহি সিএনজি সাথে রামগড় মুখি পাথরবাহি ট্রাক যশোর ট ১১-২২০.৫ এর মুখোমুখি সংঘর্ষে যাত্রী বাহি সিএন্ডজি টি দুমড়েমুচড়ে যায়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি থানার হেফাজতে আনা হয়েছে।