৭ শ্যুটার দিল্লি যাবেন

করোনায় গত বছর স্থগিত হওয়া দিল্লি শ্যুটিং বিশ্বকাপ হচ্ছে আগামী ১৮ থেকে ২৯ মার্চ। বাংলাদেশ থেকে এ আসরে অংশ নিচ্ছেন সাতজন শ্যুটার। অলিম্পিক প্রস্তুতিতে থাকা চার শ্যুটার আব্দুল্লাহেল বাকী, আতকিয়া হাসান, রিসালাতুল ইসলাম ও শাকিল আহমেদের সঙ্গে আরো যাবেন রাব্বি হাসান, ফারবিন চৌধুরী ও আরমিন আশা।

তাঁদের মধ্যে শাকিল ও আরমিন শুধু পিস্তলের। বাকি ছয়জনই রাইফেল ইভেন্টে। অলিম্পিক ক্যাম্পের বাইরের মুন্না ও আরমিন যাচ্ছেন নৌবাহিনীর খরচে। গত অনলাইন এশিয়ান চ্যাম্পিয়নশিপে নজরকাড়া জুনিয়র শ্যুটার ফারবিনকে সুযোগটি করে দিচ্ছে ফেডারেশনই। দিল্লির এই আসরে প্রতিটি ইভেন্টের একটি করে অলিম্পিক কোটার সুযোগ থাকছে। করোনার কারণে চীন, জাপানসহ বেশ কয়েকটি দেশের শ্যুটাররাই অবশ্য দিল্লি আসছেন না।