এসেছে প্রচুর আমের মুকুল

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের গলাচিপা, বৃকবানপুর, বৃন্দ্বাবনপুর, দুর্গম পাহাড়ী এলাকায় শহীদ জাফর সড়কের দু পাশে রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরী রোপন করেছেন বিভিন্ন প্রজাতির আম গাছ সহ ফলজ গাছের চারা । শহীদ জাফর সড়কের দু পাশে রোপন করা ফলজ গাছ রোপন করার পর গত দুই বৎসর ধরে আম গাছে আমের ফলন এসেছে । এবৎসর ও সড়কের পাশে রোপন করা আম গাছে প্রচুর পরিমান আমের মুকুল এসেছে । সড়কের পাশে আম গাছের মধ্যে আমের মুকুল আসলে ও সড়ক দিয়ে ইটবাহী ট্রাক, বালিভর্তি ট্রাক ও জীপ চলাচলের ফলে সড়কের ধুলায় আম গাছগুলো ভরে গেছে । রাউজান উপজেলার ১০ নং পুর্ব গুজরা ইউনিয়নের উত্তর গুজরা আদ্যপিঠ থেকে ব্রাম্বন পাড়া, আধারমানিক, অলিমিয়ার হাট, সিকদার বাড়ী হয়ে রঘুনন্দন চৌধুরী হাট, কর্তার দিঘির পাড় পর্যন্ত রাউজান নোয়াপাড়া সড়কের দু পাশে সাংসদ ফজলে করিম চৌধুরীর রোপন করা ফলজ গাছের মধ্যে সড়কের দু পাশে আম গাছের মধ্যে আমের মুকুল এসেছে প্রচুর । এছাড়া ও রাউজানের বিভিন্ন সড়কের পাশে রোপন করা ফলজ গাছের মধ্যে আম গাছে আমের মুকুল এসেছে । রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরী এক ঘন্টার মধ্যে রাউজানের বিভিন্ন সড়ক ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্টান, শিক্ষা প্রতিষ্টান, ধর্মীয় প্রতিষ্টানের আঙ্গিনায় ৪ লাখ ৮৭ হাজার ফলজ গাছের চারা রোপন করেন। একঘন্টার মধ্যে ৪লাখ ৮৭ হাজার ফলজ গাছের রোপন কর্মসুচিতে রাউজান উপজেলা প্রশাসন, বন বিভাগ, কৃষি বিভাগ, সামাজিক সাস্কৃতিক সংগঠনের কর্মকর্তা কর্মচারী, রাউজান থানা পুলিশের সদস্য, শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক, শিক্ষার্থী, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা, স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ গ্রহন করেন । সড়কের পাশে রোপন করা ফলজ গাছের চারাগুলো স্থানীয় পর্যায়ে কৃষি বিভাগের পরিচর্যায় বড় হয়ে উঠে । গত কয়েক বৎসর ধরে সড়কের পাশে রোপন করা ফলজ গাছের মধ্যে পেয়ারা গাছে পেয়ারা, আমলকি গাছে আমলকি, জলপাই গাছে জলপাই, আম গাছে আমের ফলন হচ্ছে । সড়কের পাশে ফলজ গাছের ফল পথচারী, এলাকার সাধারন মানুষ খেয়ে আনন্দে মেতে উঠছে । এবৎসর ও সড়কের পাশে রোপন করা আম গাছের মধ্যে আমের মুকুল এসেছে প্রচুর পরিমাণ । হলদিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ী এলাকায় শহীদ জাফর সড়কের পাশে আম গাছে প্রচুর পরিমান আমের মুকুল দেখা যায় । সড়কের পাশে আম গাছে আমের মুকুল আসা আম গাছগুলো সড়কে চলাচলকারী ট্রাক ও জীপের ধুলায় মসৃন্ন হয়ে পড়েছে । রাউজান উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সনজিব কুমার সুশীল জানান, সড়কের পাশে আম গাছগুলোতে আমের মুকুল এসেছে প্রচুর পরিমান । উপজেলা কৃষি বিভাগ থেকে শহীদ জাফর সড়কের পাশে আম গাছগুলো কয়েকবার পানি দিয়ে ধুলা পরিস্কার করা হয়েছে । রাউজানের বিভিন্ন সড়কের পাশে রোপন করা আম গাছে আমের মুকুল আসার পর থেকে উপজেলা কৃষি বিভাগ থেকে আম গাছের সার্বক্ষনিক দেখা শুনা করছেন