টসে জিতে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ

মিরপুরে টেস্ট সিরিজের শেষ ম্যাচে নিজেদের প্রথম ইনিংসের প্রথম সেশনে দাপট দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। টসে জিতে ব্যাট করতে নেমে টাইগার স্পিনারদের বেশ সাবলীলভাবেই সামাল দিচ্ছেন সফরকারীরা। ১ উইকেট হারিয়ে ৮৪ রান নিয়ে প্রথম সেশন শেষ করে তারা।
ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেন ক্রেইগ ব্র্যাথওয়েট ও জন ক্যাম্পবেল। উইন্ডিজ ওপেনারদ্বয়ের দৃঢ় ব্যাটিংয়ের জুটি ভাঙ্গে ৬৬ রানে। দলীয় ৬৬ রানে তাইজুল ইসলামের বলে আউট হয়ে মাঠ ছাড়েন ক্যাম্পবেল। ২০তম ওভারের চতুর্থ বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে ৬৮ বলে ৩৬ রানের ইনিংস খেলেন এই ওপেনার। তবে রিভিউয়ের আবেদন জানিয়েছিলেন ক্যাম্পবেল, যা কাজে আসেনি। এরপর মাঠে নামেন শেইন মোজলে।
ক্রেইগ ব্র্যাথওয়েট (৩৯) ও মোজলে (৬) অপরাজিত থেকে সেশন শেষ করেন।
শুরুতেই আবু জায়েদ রাহীর উইকেটে পরিণত হয়েছিলেন ক্যাম্পবেল। ম্যাচের ৮ম ওভারের শেষ বলে রাহীর বল ঠেকাতে গিয়ে এলবিডব্লিউ’র শিকার হন তিনি। আম্পায়ার আউটের সিদ্ধান্ত নিলে রিভিউয়ের আবেদন জানান ক্যারিবীয়রা। থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে নট আউট হয়ে মাঠে থাকেন ক্যাম্ববেল।
দিনের শুরুতে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট।
সাকিব আল হাসান ও ওপেনার সাদমান ইসলামের ছিটকে যাওয়ায় বাংলাদেশ একাদশে পরিবর্তন এসেছে মোট তিনটি। সাকিবের পরিবর্তে সৌম্য সরকার ও সাদমানের বদলে মোহাম্মদ মিঠুন জায়গা পেয়েছেন একাদশে। মোস্তাফিজুর রহমানকে রাখা হয়নি ঢাকা টেস্টে। একাদশে জায়গা পেয়েছেন আবু জায়েদ রাহী।
অন্যদিকে একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ক্যারিবীয়রা। পেসার কেমার রোচের বদলে আলজারি জোসেফকে একাদশে নিয়েছে দলটি।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও আবু জায়েদ রাহী।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জারমেইন ব্ল্যাকউড, শায়েন মোজলে, এনক্রুমাহ বনার, জশুয়া ডি সিলভা, কাইল মেয়ার্স, রাহকিম কর্নওয়াল, জোমেল ওয়ারিক্যান, আলজারি জোসেফ ও শ্যানন গ্যাব্রিয়েল।