খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৬ গুণীজনকে সংবর্ধনা

খাগড়াছড়িতে লেখক, গীতিকার, সুরকারসহ ছয় গুণীজনকে সংবর্ধনা দিয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনিস্টিউট।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে জেলা শহরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হল রুমে আয়োজিত এক সেমিনারে তাদের সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনাপ্রাপ্তরা হলেন- ২০১৯-২০ সালে মারমা সংস্কৃতি ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পাঙখুং গীতিনাট্যের সংগঠক থুইহ্লাঅং মারমা, তহ্ লা নৃত্য সংগঠক মংজশিং মারমা, লোক ঐতিহ্যের মংক্যচিং মগ। ২০২০-২১ সালে ত্রিপুরা সম্প্রদায়ের মধ্যে সংগীত চর্চায় রত্নকুমার ত্রিপুরা, গবেষণায় মথুরা বিকাশ ত্রিপুরা, সাহিত্যে শোভা রাণী ত্রিপুরা।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন, খাগড়াছড়ি সাংস্কৃতিক ইনস্টিটিউটের উপ-পরিচালক জিতেন চাকমা। তিনি বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনিস্টিউটের মাধ্যমে প্রতি বছর আমরা এ সংবর্ধনার আয়োজন করি। এরই ধারাবাহিকতায় এবারও ছয় গুণীজনকে সংবর্ধনা দেয়া হলো। এ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

সংবর্ধনা অনুষ্ঠান ও সেমিনারে আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা পরিষদ সদস্য নিলোৎপল খীসা।