নোটের স্টাইলাস এস-এ এনে চমকে দিল স্যামসাং

স্যামসাংয়ের গ্যালাক্সি নোট সিরিজ বন্ধ হওয়ার ব্যাপারে বেশ কিছুদিন ধরেই খবর প্রকাশিত হচ্ছে। গ্যালাক্সি এস২১ আল্ট্রা ফোনে স্টাইলাস ব্যবহারের সুবিধা থাকায় গুঞ্জন আরও জোরালো হয়েছে।

প্রতি বছর আগস্টে নোট সিরিজ বাজারে আনে কোম্পানিটি। সেই সিরিজের ফোনের সঙ্গেই শুধু স্টাইলিস থাকে। এর আগে কখনও এস সিরিজের কোনো ফোনে স্টাইলিস ব্যবহারের সুযোগ দেয়নি স্যামসাং।

বিশ্লেষকদের মতে, বাজারে স্যামাসাং ফোনের বিক্রি কমে গেছে। তাই পণ্যের সংখ্যা কমিয়ে আনতে চাচ্ছে স্যামসাং।

এ বিষয়ে দক্ষিণ কোরিয় টেক জায়ান্টটির প্রোডাক্ট ম্যানেজারের ভাষ্য, নোট সিরিজ বন্ধ করার ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত তারা নেয়নি।

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এস২১ আল্ট্রা ফোনটির ডিসপ্লে ৬.৮ ইঞ্চি। দাম ১ হাজার ১৪৯ পাউন্ড।আলাদাভাবে স্টাইলিস কিনতে খরচ হবে ৩৫ পাউন্ড। ফোনটির বিক্রি শুরু হবে ২৯ জানুয়ারি থেকে।