কাপ্তাইয়ের রাইখালীতে বন্যহাতির
আক্রমণে আহত ৩

নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই।
কাপ্তাই উপজেলাধীন রাইখালী ইউনিয়নে বন্যহাতির আক্রমণে ৩ নারী গুরুতর
আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার(১৩ জানুয়ারী) বেলা প্রায় ১১ টার সময় রাইখালী ইউনিয়নের পূর্বকোদালায়। এঘটনায় আহতদের উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, মাচিংপ্রু মারমা (৫৫), আরেমা মারমা (৫০), হ্লামেচু মারমা (৩০)। তারা সকলেই পূর্বকোদালা এলাকার বাসিন্দা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী। তিনি বলেন, ঘটনারদিন সকালে জ্বালানী কাঠ সংগ্রহ করতে গেলে বন্যহাতির দল তাদের
আক্রমণ করে। এতে তারা গুরুতর আহত হয়।
এদিকে, আহতদের খোঁজ নিতে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতালে যান
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী, কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন এবং সাধারন সম্পাদক ঝুলন দত্ত। চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং জানান, আহত ৩ জনের মধ্যে ১ জনের অবস্থা গুরুতর।
উল্লেখ্য, রাইখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রায়ই বন্য হাতির আক্ররমণের ঘটনা ঘটছে। এতে ব্যাপক জানমালের ক্ষতি সাধিত হচ্ছে।