আজগর আলী বাবুল নিহতের ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড

ডবলমুরিং থানাধীন পাঠানটুলী এলাকায় নির্বাচনী সহিংসতায় নিহতের ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বুধবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় সরকারি কমার্স কলেজের মাঠে নিহত মো. আজগর আলী বাবুলের জানাযায় অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নওফেল বলেন, পাঠানটুলী এলাকায় নির্বাচনী সহিংসতায় নিহতের ঘটনাটি পরিকল্পিত। এ ঘটনায় যারা জড়িত তাদের চিহিৃত করে দল থেকে বহিষ্কার করা হবে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে প্রশাসনকে আহ্বান জানাই।

নওফেল জানাযা শেষে মো. আজগর আলী বাবুলের পরিবারের সদস্যদের শান্তনা দেন।

মঙ্গলবার রাতে ডবলমুরিং পাঠানটুলিতে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর ও ‘বিদ্রোহী’ প্রার্থী ও সদ্য সাবেক কাউন্সিলর মো. আবদুল কাদেরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় গুলিবিদ্ধ দুইজনকে হাসপাতালে নেওয়া হলে মো. আজগর আলী বাবুল (৫৫) নামে একজন মারা যান। নিহত আজগর আলী বাবুল আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুরের সমর্থক।