ছৈয়দ আতাউর রহমান ঈছাপুরীর খোশরোজ শরীফ অনুষ্ঠিত

ফটিকছড়ি ঈছাপূরী দরবারের প্রতিষ্ঠাতা হযরত কুতবে আজম গাউছে মোকাররম ছৈয়দ আবদুচ ছালাম ঈছাপুরীর (ক.) জা-নশীন খলীফা ও শাহজাদা শাহছূফী হযরত ছৈয়দ আতাউর রহমান ঈছাপুরী আল-হাছানী আল-মাইজভাণ্ডারীর (রহঃ) ৮৪তম জন্মবার্ষিকী খোশরোজ শরীফ ২০ পৌষ স্মরণে আজ ৪ জানুয়ারী সোমবার অনুষ্ঠিত হয়। শাহজাদা ছৈয়দ এরশাদ উল্লাহ ফরমান এর পরিচালনায় ফটিকছড়িস্থ নানুপুর ঈছাপুরী দরবার শরীফে অনুষ্ঠিত খোশরোজ মাহফিলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে জায়েরীনগন যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ করেন।
দিনব্যাপি কর্মসূচীর মধ্য ছিল, এ’তেকাফ, খতমে কোরআন, খতমে খাজেগান, দলায়েলুল খয়রাত, হেযবুল বাহার ও হেযবুল আজম সহ ২১টি বিশেষ খতম। মাহ্ফিলে উপস্থিত ওলামা-মাশায়েখ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন, হুজুরের শাহজাদা ছৈয়দ আামানউল্লাহ আহছান দেশবরেণ্য চিকিৎসক শাহজাদা প্রফেসর ডাঃ এস এম এ এরফান, শাহজাদা ছৈয়দ একরাম উল্লাহ এমরান, আলহাজ মোঃ ইউসুফ, সৈয়দ কাইছারুল ইসলাম শাহীন প্রমূখ। শেষে আখেরি মুনাজাতে হুজুর কেবলা দেশ ও মুসলিম উম্মাহর বর্তমান বিপর্যয়কর করোনা মহামারী পরিস্থিতির নিরসনে মহান রাব্বুল আলামীনের রহমত কামনা করে দোয়া করেন।