শত্রুতায় ফসল নষ্ট, ক্ষতির পরিমান লক্ষাধিক টাকা

লিটন কুতুবী::
সম্পদের বনিবনার আক্রোশে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ এক প্রান্তিক কৃষকের সবজি চাষের উপর বর্বরতা চালিয়ে নষ্ট করে দিয়েছে। এতে প্রান্তিক কৃষকের লক্ষাধিক টাকার ফসল ক্ষতি হয়েছে বলে দাবি করেন। ঘটনাটি ঘটেছে কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের কিরণ পাড়া গ্রামে শসিবার রাতে। সবজি চাষী হামিদুর রহমান জানান, উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের কিরণ পাড়া গ্রামের তার স্ত্রী মনিরা বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে বড়ঘোপ ইউনিয়নের মাতবর পাড়া গ্রামের বাসিন্দা তাদের পৈত্রিক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে শুক্রবার রাতে মৃত আলী আকবরের ছেলে মোঃ জসিম উদ্দিন (২৫), মোঃ জয়নাল আবেদীন (৩৫), আবুল কাসেম এবং আবুল কাসেমের স্ত্রী মনছুরা বেগম (৩৩) একসঙ্গে মনিরা বেগমের ৬ শতক জমিতে লাগানোমুলা, মরিচসহ বিভিন্ন প্রজাতির সবজির চারা কেটে সম্পূর্ণ সবজি ক্ষেত নষ্ট করে দেয় বলে চাষি মনিরা বেগম এ প্রতিনিধিকে জানান। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য দিদারুল ইসলাম চৌধুরী বাচ্ছুকে অবহিত করলে তিনি আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেন।এ ব্যাপারে চাষি মনিরা বেগম কুতুবদিয়া থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন বলে নিশ্চিত করেন। অভিযোগে উল্লেখ করেন যে, পূর্ব শত্রুতার জের ধরে উল্লে­খিত ব্যাক্তিরা দলবদ্ধভাবে এ সবজির চারা কেটে নষ্ট করেছে। এব্যাপারে থানার ওসি মোহাম্মদ জালাল উদ্দীনের সাথে কথা হলে অভিযোগ পেয়েছেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।