অনৈতিক সম্পর্ক দেখে ফেলাতে অপুকে হত্যা

অপু বিশ্বাস হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী

সংবাদ সম্মেলন স্ত্রী মাদবী রাণীর অভিযোগ অনৈতিক সম্পর্ক দেখে ফেলাতে অপু জলদাশকে হত্যা করেছে সীতাকুণ্ড থানার ভাটিয়ারী ইউনিয়নের মীর্জানগর জেলে পাড়ায় অপু বিশ্বাস হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবার। অবৈধ প্রেমের কাটা অপু দাশকে পরিকল্পিত হত্যা করেছে।

আমার স্বামী অপু দাশ আত্মহত্যা করেনি । সীমা জলদাশ ও রুবেল জলদাশের অনৈতিক সর্স্পকের কাটা আমার স্বামী অপু দাশকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে । মঙ্গলবার (২৪শে নভেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন অপু দাশ স্ত্রী মাধবী রানী জলদাশ।তিনি অভিযোগ করেন, আমার স্বামী অপু দাশের ব্যবসায়িক পাটনার সীমা জলদাশ। সীমা জলদাশের স্বামী বজ্রপাতে মারা যাওয়ার পর স্থানীয় যুবক সীমা জলদাশের সাথে রুবেল জলদাশের অনৈতিক সর্স্পক গড়ে উঠে।আমার স্বামী তাদের অনৈতিক সম্পর্ক দেখে পেলে এবং ঐ সম্পর্ক থেকে আসার পরামর্শ দেন। তাতে তারা ক্ষেপে গিয়ে হত্যা করার হুমকি দিয়েছিলেন। তাতে কাজ না হওয়ায় ৯ই ফেব্রয়ারী আমার স্বামীকে ব্যবসায়ী কাজে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে । আমার স্বামী আত্মহত্যা করতে পারে না । আর আত্মহত্যা করার মত কোন কারণও ছিল না । যদিও আত্মহত্যা করে তাহলে নিজের ঘরে না করে সীমার ঘরে কেন আত্মহত্যা করবে । তিনি আরো অভিযোগ করেন, শ্বাসরুদ্ধ করে হত্যার পর সীমা জলদাশের শাড়ি গলায় পেছিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে দেয়। প্রচার করে যে আত্মহত্যা করেছে । যদি আত্মহত্যা করে ঘরের দরজা বন্ধ থাকার কথা কিন্তু দরজা খোলা কেন?পুলিশ আমার স্বামী হত্যার মামলা না নিয়ে আমাদের থানা থেকে ফিরিয়ে দেয় । আ.মার শশুর থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে আত্মহত্যা সাজিয়ে ইউডি মামলা করেছে।হত্যার ১০দিন পর ২০শে ফেব্রয়ারী ২য় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছি। মামলার কোন অগ্রগতি নেই।প্রশাসনের কাছে গিয়ে কোন প্রতিকার পাচ্ছিনা। বিচার পেতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, ডিআইজি পুলিশ সুপার ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,অপু জলদাসের মা, শিশু সন্তান, জীবন দাশ, আকাশ দাস, পরান দাশসহ প্রমুখ।>>প্রেস রিলিজ