শহীদ আবদুল মান্নান বীর বিক্রমের মরদেহ তাঁর বাড়ী নিয়ে যাওয়ার প্রক্রিয়া

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ ভ্রাম্বন বাড়িয়া জেলার নবী নগর এলাকার যুবক আবদুল মান্নান পুলিশ বাহিনীর সদস্য ছিলেন ।

স্বাধীনতা সংগ্রামের সময়ে বান্দfরবান জেলায় কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ব শুরু হলে এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদের নেতৃত্বে মুক্তিযুদ্বে অংশ গ্রহন করেন । এয়ার ভাইস মার্শার সুলতান মাহমুদের নেতৃত্বে ৭১ সালের ৯ অক্টোবর চট্টগ্রাম জেলার হাটহাজারী ও রাউজান সীমনায় মদুনাঘাট পাওয়ার ষ্টেশন ধংস করা অভিযানে অংশ গ্রহন করেন । পাওয়ার ষ্টেশন ধংস অভিযানে মুক্তিযোদ্বারা পাওয়ার ষ্টেশনের দুটি বড় ট্রান্সফরমার ধংস করে দেয় । এসময়ে পাকহানাদার বাহিনীর নিক্ষিপ্ত একটি গুলি পুলিশের সদস্য মুক্তিযোদ্বা আবদুল মান্নানের বুকে বিদ্ধ হয় । মারাত্বক আহত অবস্থায় অপারেশনে অংশ গ্রহন করা অনান্য মুক্তিযোদ্বারা পুলিশের সদস্য মুক্তিযোদ্বা আবদুল মান্নানকে উদ্বার করে রাউজানের উরকিরচর ইউনিয়নের আবুল খীল এলাকায় ঢাকাখালী খালের পাড়ে কবর দেয় । পরবর্তী উরকিরচর জনতা সংঘ বীর মুক্তিযোদ্বা শহীদ আবদুল মান্নানের কবর ইট দিয়ে গাথুনি করে পাকা করে দেয় । বীর মুক্তিযোদ্বা শহীদ আবদুল মান্নান বীর বিক্রমের পৈতৃক বাড়ী ব্রাম্বনবাড়িয়া জেলার নবী নগর এলাকার লোকজন শহীদ আবদুল মান্নান স্মৃতি সংরক্ষন পরিষদ গঠন করে। শহীদ আবদুল মান্নান স্মৃতি সংরক্ষন পরিষদের আহবায়ক এস কে মাহবুব মোরশেদ এলাকার সকল শ্রেনী পেশার মানুষকে নিয়ে শহীদ আবদুল মান্নানের মরদেহ রাউজানের উরকিরচরের আবুল খীল থেকে বি-বাড়িয়া জেলার নবী নগরে নিয়ে গিয়ে তার পৈতৃক বাড়ীর কবরস্থানে পুনারায় দাফন করার তার স্মৃতিকে ধরে রাখতে পুলিশ সদর দপ্তর সহ সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে আবেদন করে। এ নিয়ে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় বলে শহীদ আবদুল মান্নান স্মৃতি সংরক্ষন পরিষদের আহবায়ক এস কে মাহবুব মোরশেদ জানান । রাউজানের উরকিরচরের আবুর খীল থেকে শহীদ মুক্তিযোদ্বা আবদুল মান্নান বীর বিক্রমের মরদেহ তার নিজ বাড়ী বি- বাড়িয়ার নবী নগরে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান রাউজান রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম । গতকাল ২৩ নভেম্বর সোমবার সকালে শহীদ আবদুল মান্নান স্মৃতি সংরক্ষন পরিষদের আহবায়ক এস কে মাহবুব মোরশেদ,রাউজান রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম ও মুক্তিযোদ্বা ইউছুফ খান, বাদল পালিত, সাধন পালিত, মনোরঞ্জন বিশ^াস,মোজ্জামেল হক, সহ মুক্তিযোদ্বারা রাউজানের উরকিরচর ইউনিয়নের আবুর খীল ঢাকাখালী খালের পাড়ে শহীদ মুক্তিযোদ্বা আবদুল মান্নান বীর বিক্রমের কবর পরিদর্শন করেন । এসময়ে শহীদ মুক্তিযোদ্বা আবদুল মান্নান বীর বিক্রমের কব জেয়ারত ও কবরে পুস্পস্তবক অর্পন করা হয় ।