বেগম জিয়ার নেতৃত্বে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে

চট্টগ্রাম মহানগরীর আওতাধীন থানা ও ওয়ার্ড কমিটি গঠনকল্পে কোতোয়ালী, চকবাজার ও আকবর শাহ থানার কর্মী সভায় এবি এম পারভেজ রেজা

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিম প্রধান এবি এম পারভেজ রেজা বলেছেন, আজকের বাংলাদেশ গুম খুন ও ধর্ষণের বাংলাদেশ। আজকের বাংলাদেশ লুটপাঠ, দুর্নীতি ও দু:শাসনের বাংলাদেশ। স্বাধীনতার ৫০ বৎসর পূর্তির প্রাক মুহুর্তে আমরা এই বাংলাদেশ চাইনি। বিরোধী দল ও মতের টুঁটি চেপে ধরে সরকার আজীবন ক্ষমতায় থাকতে চাই। তাদের সে স্বপ্ন জনগণ পূরণ হতে দেবে না। জনগণের দাবী আদায়ে বিএনপি রাজপথে ছিল আগামীতেও থাকবে। আধিপত্যবাদী ফ্যাসিষ্ট সরকারের বিরুদ্ধে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। সেই আন্দোলনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সৈনিকেরা অগ্রভাগে নেতৃত্ব দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করবে। চট্টগ্রাম মহানগরীর আওতাধীন থানা ও ওয়ার্ড কমিটি গঠনকল্পে আজ ২৩ নভেম্বর, সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক কোতোয়ালী, চকবাজার ও আকবর শাহ থানা আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সওগাতুল ইসলাম সাগির বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার নামে ডিজিটাল কারচুপির মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। নতুন প্রজন্ম তাদের ভোটের অধিকার হারিয়েছে। শাসক গোষ্ঠীর অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করলেই গৃহপালিত দুদক ও আইনশৃঙ্খলা বাহিনী লেলিয়ে দেয়া হয়। গনতন্ত্র পুনরুদ্ধারে চলমান আন্দোলনকে নসাৎ করতে বিএনপি নেতা কর্মীদের বানোয়াট গায়েবী মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হচ্ছে। সভাপতির বক্তব্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি এইচ এম রাশেদ খান বলেন, বিএনপিকে ধ্বংস করার সরকারের সকল অপচেষ্টা আজ ব্যর্থ। শত হামলা মামলা নির্যাতন নীপিড়ন স্বত্বেও নেতাকর্মীদের মনোবলকে দুর্বল করতে পারেনি। আগামী প্রজন্মের জন্য একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে তারা যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃরুদ্ধারের আন্দোলন দাবী আদায় না হওয়া পর্যন্ত চালিয়ে যাবে। নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন বুলু বলেন, আগামী রাষ্ট্র নায়ক তারেক রহমান জাতীয়তাবাদী দলকে তৃণমূল পর্যায় থেকে সুসংগঠিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ত্যাগী, যোগ্য ও মেধাবীদের সমন্বয়ে শীঘ্রই থানা ওয়ার্ড কমিটি গঠন করা হবে। নতুন নেতৃত্ব দলকে সুসংগঠিত করবে এবং চলমান আন্দোলনকে বেগবান করবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্থায়ী মুক্ত করে এবং দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে জনগণের অধিকার পুন:প্রতিষ্ঠা করবে। চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এইচ এম রাশেদ খানের সভাপতিত্বে, নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন বুলুর সঞ্চালনায় কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাধারন সম্পাদক এমজি মাসুম রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক সরওয়ার হোসেন সারু। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি আসাদুজ্জামান দিদার, মো.সিরাজ উদ্দিন, এডভোকেট সাইদুল ইসলাম, হারুন আল রশিদ, মামুনুর রহমান, হারুনুর রশিদ হারুন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক জমির উদ্দিন নাহিদ, নুরুল আলম শিপু, আনোয়ার হোসেন এরশাদ, আবু বক্কর রাজু, সহ-সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, হাসান মাহমুদ, দিদার হোসেন, আলমগীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. লিটন, মো. নাছির উদ্দিন, ইকবাল হোসেন রুবেল, সাইফুল আলম দিপু, সম্পাদকমন্ডলীর সদস্য আকবর হোসেন মানিক, জাহাঙ্গির হোসেন, তাজ উদ্দিন লিটন, আবদুল হান্নান, সহ-সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, ইমরান সিদ্দিকী জেকসন, জাকির হোসেন মিশু, মো. রনি, মোস্তাফিজুর রহমান সোহেল, কার্যকরী সদস্য রুবেল খান, মোঃ সোহেল সহ প্রমুখ।