রোহিঙ্গা ক্যাম্পে ১৪ হাজার ইয়াবাসহ যুবক আটক

কায়সার হামিদ মানিক, েউখিয়া।
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে ১৪ হাজার পিস ইয়াবাসহ মো. বাহাদুর (২৮) নামে এক যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
আটক মো. বাহাদুর পালংখালী বাগঘোনা বাজার এলাকার মো. জলিলের ছেলে।
মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার জামতলি শরণার্থী ক্যাম্প এলাকা থেকে তাকে ইয়াবাসহ আটক করা হয়।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন কমান্ডিং অফিসার মোহাম্মদ হেমায়েতুল ইসলাম বুধবার সকালে খবরটি জানিয়েছেন।
তিনি জানান, রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক মোহাম্মদ মহিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জামতলি আর্মড পুলিশ ক্যাম্প নং-১৫ রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে প্রবেশ মুখে রাস্তায় অভিযানকারীদের দেখে পালানোর চেষ্টাকালে ইয়াবাকারবারি মো. বাহাদুরকে আটক করা হয়।
এ সময় তার ডান হাতে থাকা হ্যান্ডব্যাগের ভেতরে সাতটি নীল রঙের পলিব্যাগ থেকে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, যুবায়ের নামক রোহিঙ্গা শরণার্থী থেকে ইয়াবাসমূহ ক্রয় করে এক ব্যক্তির কাছে বিক্রির জন্য নিচ্ছিল।
ওই ক্রেতার বাড়ি বগুড়া জেলার বলে জানিয়েছেন আটক মাদককারবারি।
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে।
মাদক ও অপরাধ নির্মূল অভিযান অব্যাহত থাকবে বলে জানান ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কমান্ডিং অফিসার মোহাম্মদ হেমায়েতুল ইসলাম।