সংঘাতকে জয় করে সাংবাদিকদের এগুতে হবে: আজিজ

চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা,বেসরকারী কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ বলেছেন, যুগে যুগেই সাংবাদিকতার সঙ্গে রাজনীতির সম্পর্ক বিদ্যমান ছিল। সহাবস্থানের পাশাপাশি এ দুয়ের মধ্যে সংঘাতও রয়েছে ।

তবে এই সংঘাতকে জয় করেই সাংবাদিকতা এতদূর এসেছে এবং ভবিষ্যতেও এগিয়ে যেতে হবে।সাংবাদিকদের সঙ্গে রাজনীতিবিদদের সম্পর্ক সব সময় ভাল থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি ।শত ব্যস্হতার মাঝেও মুজিব শতবর্ষ ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করায় ধন্যবাদ জানান প্রধান অতিথি । চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টিসিজেএ মিলনায়তনে সভাপতি এনামুল হকের সভাপতিত্বে, টিসিজেএ সাধারণ সম্পাদক দীপংকর দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ সভাপতি আলী আকবর, অর্থ সম্পাদক মো: আলমগীর ,সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন । এসময় উপস্থিত ছিলেন, টিসিজেএ যুগ্ম সম্পাদক এমরাউল কায়েস মিটু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফুল আলম চৌধুরী মামুন,নির্বাহী সদস্য নুর হাসিব ইফরাজ। সদস্য নাছিরুল আলম, সেলিম উল্ল্যাহ, পারভেজুর রহমান,নুর জামান আতিক,সাখাওয়াত হোসেন টিপু,জেরম গোমেজ রনি,নাজিম উদ্দিন ,মো: মনছুর,ইমু খান । খেলায় বিজয়ীদের হাতে ইয়েস কার্ড তুলে দেন প্রধান অতিথি । মুজিব শতবর্ষ ক্রীড়া প্রতিযোগীতায় ক্যারম,দাবা ,লুডু সহ ৫টি ইভেন্টে টিসিজেএ ৪৪ জন সদস্য অংশ গ্রহন করেন।