দীর্ঘ দিন লড়াইয়ের পর মৃত্যুর কাছে হার মানলেন সৌমিত্র

দীর্ঘ দিন লড়াইয়ের পর মৃত্যুর কাছে হার মানলেন সত্যজিৎ রায়ের অপু খ্যাত সৌমিত্র চট্টোপাধ্যায়। রবিবার দুপুরে তার মৃত্যু হয়। রবিবার (১৫ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। কলকাতার একাধিক গণমাধ্যম তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

এর আগে শনিবার রাত থেকেই অবস্থার আরও অবনতি হতে শুরু করে। আজ সকালে সেটা আরও বেশি হয়। রবিবার সকালেই সৌমিত্রের পরিবারের সদস্যদের ডেকে পাঠানো হয়। বাবাকে দেখতে আসেন মেয়ে পৌলমী। শারীরিক অবস্থা দেখে ও চিকিৎসকের কথা শুনে কাঁদতে কাঁদতে হাসপাতাল ছাড়েন তিনি।

ভারত সরকার সৌমিত্র চট্টোপাধ্যায়কে ২০০৪ সালে ‘পদ্মভূষণ’ ও ২০১২ সালে ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’ দিয়ে সম্মানিত করেছে। এছাড়াও ২০১৭ সালে তিনি ফ্রান্স সরকার কর্তৃক ‘লিজিওন অব অনার’ লাভ করেন। পশ্চিমবঙ্গ সরকার একই বছরে তাকে ‘বঙ্গবিভূষণ’ পুরস্কার প্রদান করে। তবে ২০১৩ সালে এই পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়।