ক্রেতাদের আস্থায় ২১ বছরে রিয়াজুদ্দিন বাজারের কোয়ালিটি লেদার

চট্রগ্রামের প্রাণকেন্দ্র রিয়াজুদ্দিন বাজারের তামাকুন্ডি লেইনস্থ ছালেহ ম্যানশনের দ্বিতীয় তলায় অবস্থিত ঐতিহ্যবাহী খুচরা ও পাইকারি লেদার জাত পণ্য বিপণন (বিভিন্ন রকম ও সাইজের ব্যাগ) প্রতিষ্ঠান,কোয়ালিটি লেদারের ২০ বছর পেরিয়ে নতুন আঙ্গিকে কোয়ালিটি সম্পন্ন পণ্যের সমাহার নিয়ে ২১ বছর পদার্পনে পবিত্র কোরআন খতম, মিলাদ কেয়াম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

(১২ নভেম্বর) ছালে ম্যানশনের দ্বিতীয় তলায় কোয়ালিটি লেদার শো-রুমে উক্ত প্রতিষ্ঠানের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এতে কোয়ালিটি লেদারের স্বত্বাধিকারী ও হাজী ছালে ম্যানশন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে জসিম উদ্দিন বলেন, মহান আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন তাই ব্যবসা করে জীবীকা নির্বাহ করছি, তবে, ব্যবসার আদলেও যদি মানুষকে ঠকানো হয় তাহলে সে ব্যবসাও হারাম হয়ে যায়। কাজেই ২০ বছর ধরে আমি কাউকে ঠকায়নি নিজেও ঠকিনি আগামীতে কাউকে ঠকাতে চাইনা এবং নিজেও ঠকবো না ইনশাআল্লাহ। তিনি জানান, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা উপজেলাতে ব্যবসায়ীরা কোয়ালিটি লেদার থেকে ব্যাগ সামগ্রী পাইকারি নিয়ে যান এবং একিইভাবে খুচরা ক্রেতারাও শো-রুম থেকে তাঁদের পছন্দনীয় লেদার সামগ্রী নিয়ে যান। তিনি বলেন সূলভ মূল্যে যে কোন প্রান্ত থেকে যে কোন ব্যবসায়ী ও খুচরা ক্রেতা সাধারণ কেনাকাটা করতে পারবেন এই ধারা অব্যাহত থাকবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাজী ছালেহ ম্যানশনের স্বত্বাধিকারী মোঃ ইলিয়াস, ৩১ নং আলকরণ ওয়ার্ড যুবলীগ সভাপতি মোঃ তারেক ইমতো, চট্টগ্রাম হকার্সলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, নানুপুর লাইলা কবির বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক মাওলানা মীর আব্দুর রহিম মুনিরী, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা এ,জে,এম সাইফুদ্দিন, চকবাজার চক সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ সোহেল সিকদার, টেরীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সেলিম রেজা চৌধুরীসহ হাজী ছালেহ ম্যানশন ব্যবসায়ী নেতৃবৃন্দ। রিয়াজুদ্দীন বাজার এলাকার ১০ টি মসজিদের ইমাম মোয়াজ্জিনগণ পবিত্র কোরআন খতম সম্পন্ন করেন এবং মুক্তিযোদ্ধা মার্কেট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজল করিম আল-কাদেরী মিলাদ কেয়াম ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে, অসুস্থ নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন ও ৩১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেক সোলাইমানের সুস্থতা কামনায় দোয়া করা হয়।