নতুন ৩ ম্যাক পণ্য নিয়ে হাজির হয়েছে অ্যাপল

বছর শেষে নতুন ৩ ম্যাক পণ্য নিয়ে হাজির হয়েছে অ্যাপল। এই ৩ পণ্য হলো ম্যাকবুক এয়ার, ম্যাকবুক প্রো ও ম্যাক মিনি।ম্যাক পণ্যগুলো পাওয়া যাবে ১৭ নভেম্বর থেকে। ইতোমধ্যে প্রি-অর্ডার শুরু হয়েছে। ম্যাক ওএস ‘বিগ সার’ ডাউনলোড করা যাবে ১২ নভেম্বর থেকে। গত জুনে ‘বিগ সার’ ম্যাক অপারেটিং সিস্টেমের ঘোষণা দেয় অ্যাপল।ইন্টেলের সঙ্গে চুক্তি বাতিলের পর নিজস্ব ‘এম১ প্রসেসর’ প্রথমবারের মতো এই তিন পণ্যে ব্যবহার করেছে অ্যাপল।ম্যাকবুক এয়ারফ্যান বিহীন ম্যাকবুক এয়ারে আছে ১৩.৩ ইঞ্চি ডিসপ্লে। র‍্যাম ১৬ জিবি ও স্টোরেজ ২ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। ব্যাটারির ব্যাকআপ পাওয়া যাবে ১৮ ঘণ্টা পর্যন্ত। নতুন এম১ চিপ সম্বলিত ল্যাপটপটি আগের সংস্করণের চেয়ে ৯ গুণ বেশি গতি সম্পন্ন হবে। অ্যাপলের দাবি, গত এক বছরে বিক্রিত ৯৮ শতাংশ ল্যাপটপের চেয়ে এটা দ্রুত গতির। ম্যাকবুক এয়ারের দাম ধরা হয়েছে ৯৯৯ ডলার।ম্যাকবুক প্রো১৩.৩ ইঞ্চি ডিসপ্লের ল্যাপটপটিতে ব্যাটারি ব্যাকআপ মিলবে ২০ ঘণ্টা। প্রোফেশনাল ভিডিও এডিটরদের কথা ভেবে তৈরি ম্যাকবুক প্রোয়ের ওজন ৩ পাউন্ড। এতে থাকবে ৩টি মাইক্রোফোন, এইচডি ক্যামেরা ও এম১ প্রসেসর। আগের ম্যাকবুক প্রোয়ের চেয়ে এর জিপিইউয়ের গতি হবে ৫ গুণ বেশি। এর দাম ধরা হয়েছে ১২৯৯ ডলার।ম্যাক মিনিছোট্ট কম্প্যাক্ট কম্পিউটারটি আগের সংস্করণের চেয়ে ৩ গুণ বেশি দ্রুত গতির হবে। এতে থাকবে বিল্ট ইন স্পিকার, ওয়াইফাই ৬ কানেক্টিভিটি, থান্ডারবোল্ট ইউএসবি ৪ পোর্ট, এইচডিএমআই ২.০ ও হেডফোন জ্যাক। এর সঙ্গে থাকবে এম১ প্রসেসর। ম্যাক মিনির দাম ধরা হয়েছে ৬৯৯ ডলার।