অ্যাপলকে পেছনে ফেললো শাওমি

অ্যাপলকে পেছনে ফেলে তৃতীয় র্শীষ ফোন উৎপাদনকারী কোম্পানি হিসেবে নাম লিখিয়েছে শাওমি। গত প্রান্তিকের ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে, ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন (আইডিসি), কাউন্টারপয়েন্ট ও ক্যানালিস।

সেপ্টেম্বরের শেষ হয় বছরের তৃতীয় প্রান্তিক। ৩ মাসে ৪ কোটি ৬২ লাখ থেকে ৪ কোটি ৭১ লাখ ফোনসরবরাহ করেছে শাওমি।একই সময়ের মধ্যে অ্যাপলের সরবরাহ ৪ কোটি ১৬ লাখ আইফোন। গত বছরের একই সময়ের চেয়ে যা ১০ শতাংশ কম।মোট কতো ইউনিট আইফোন বাজার বিশ্লেষক ফার্মগুলোর দেওয়া তথ্যে কিছু তারতম্য রয়েছে। তবে তিনটি ফার্মের হিসাবেই শাওমির পেছনে আছে অ্যাপল।হুয়াওয়ের উপর মার্কিন সরকার নিষেধাজ্ঞা জারি করায় সুফল পেতে শুরু করেছে শাওমি। ইউরোপে হুয়াওয়ের সরবরাহ ২৫ শতাংশ কমেছে, শাওমির বেড়েছে ৮৮ শতাংশ।তৃতীয় প্রান্তিকের হিসাব অনুযায়ী শীর্ষে রয়েছে স্যামসাং। দ্বিতীয় স্থানে আছে হুয়াওয়ে। চতুর্থ ও পঞ্চম স্থানে আছে অ্যাপল ও ভিভো।