ধর্ষণ করে আত্মগোপন কুমিল্লা বেয়াই’র বাড়িতে

বাঁশখালীর চাম্বল এলাকায় ফোরকানিয়া মাদ্রাসার ১১ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মোজাম্মেল হক ঘটনার পর থেকে পালিয়ে যান।
এ ঘটনায় শিশুর পিতা বাদি হয়ে মামলাও দায়ের করেন।

১২ দিন পলাতক থাকার পর অবশেষে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যদের হাতে আটক হয়েছেন ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শিক্ষক মোজাম্মেল হক।

কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন পাওন্নারপুল এলাকায় মোজাম্মেল হকের বেয়াই’র বাড়ি (ছেলের শ্বশুর বাড়ি) থেকে তাকে আটক করা হয়।

অভিযুক্ত মোজাম্মেল হক বাঁশখালী থানাধীন চাম্বল এলাকার আব্দুল মজিদের ছেলে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, ১১ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মোজাম্মেল হককে কুমিল্লা থেকে আটক করা হয়েছে। তাকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, বাঁশখালীর চাম্বল এলাকায় একটি ফোরকানিয়া মাদ্রাসার ১১ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় শিশুর পিতা মামলা দায়ের করলে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মোজাম্মেল হক পালিয়ে যান। কুমিল্লা দেবিদ্বার এলাকায় ছেলের শ্বশুর বাড়িতে গিয়ে আত্মগোপন করেন মোজাম্মেল হক। তাকে সেখানে অভিযান চালিয়ে আটক করা হয়।