রত্নগর্ভা মা আলহাজ্ব মাইচারা বেগম এর ইন্তেকাল

চট্টগ্রামের ঐতিহ্যবাহী মনুমিয়াজী বাড়ির সন্তান লেখক-গবেষক ও শিল্পী মরহুম শফিকুল কাদের চৌধুরীর সহ ধর্মীনী, রত্ন গর্ভা মা মাইচারা বেগম রবিবার (১৮ অক্টোবর) ভোর ৫টায় তাঁর শহরের নিজ বাসায় ইন্তেকাল করেন(ইন্না–রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ছিলেন দু কন্যা ও দুই পুত্র সন্তানের জননী। তাঁর বড় মেয়ে জয়পুর হাট ক্যাডেট কলেজের অধ্যক্ষ নিশাত কাদেরী, ছোট মেয়ে ইসরাত কাদেরী, বড় ছেলে ড. সোহেল কাদেরী সৈকত জাতিসংঘের সদর দফতরে জেনেভায় গুরুত্বপূর্ন পদে, ছোট ছেলে রুমেল কাদেরী মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োজিত আছেন। ছোট জামাতা পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন এমএসসি ও বড় জামাতা ব্যবসায়ী নজরুল ইসলাম। বড় পুত্রবধূ ড. আয়েশা সিদ্দিকা, ছোট পুত্রবধূ ডা. রাজিয়া কবির। রবিবার বাদ মাগরিব বাঁশখালী মনু মিয়াজি জমিদার বাড়ীতে ২য় নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ করা যেতে পারে তিনি দৈনিক প্রিয় চট্টগ্রামের নির্বাহি সম্পাদক ও নিউজ চট্টগ্রাম এর এডিটর-ইন-চিফ মির্জা ইমতিয়াজ এর নানী শাশুড়ি। মাইচারা বেগমের মৃত্যুতে দৈনিক প্রিয় চট্টগ্রাম ও নিউজ চট্টগ্রাম পরিবার গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।