রাউজানের পশ্চিম গুজরায় কৃতি শিক্ষার্থীদের মধ্যে সম্মননা প্রদান

রাউজানের পশ্চিম গুজরায় কৃতি শিক্ষার্থীদের মধ্যে সম্মননা প্রদান এ.আর কনভেনশন হলের উদ্বোধন করেন রাউজান উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য, রাউজানের সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরী।
গত ১৬ অক্টোবর শুক্রবার বাদ জুমা রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের বদুমুন্সিপাড়াস্থ আধুনিক মানের এ.আর কনভেনশন হলের শুভ উদ্বোধন অনুষ্ঠানে পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দীন আরিফের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০২০ সালের এসএসসি, দাখিল ও পিএসসির কৃতি ৬৬ শিক্ষার্থীর হাতে সন্মাননা ক্রেস্ট ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রদান করা হয়।
ইমতিয়াজ উদ্দিন ও মোঃ আনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ও পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, সাংগঠনিক সম্পাদক, কাউন্সিলর জানে আলম জনি,ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ, ভুপেষ বড়ুয়া,বি এম জসিম উদ্দিন হিরু, আব্দুল জব্বার সোহেল, প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া মেম্বার, আ.লীগ নেতা মফজল হোসেন, অংশুমান বড়ুয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম,প্রতিষ্টানের সত্ত্বাধিকারী আলহাজ্ব আবু মোহাম্মদ, নুর আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন, আব্দুল মালেক মেম্বার, জামাল উদ্দিন, আকতার হোসেন, আব্দুল্লাহ আল মাসুদ, সেলিম সিদ্দিকী,
প্রকৌশলী আনোয়ারুল আজিম, আব্দুল মান্নান সোহেল, টনি বড়ুয়া, মোঃ ইব্রাহীম, সাফায়েত হোসেন তৌহিদ প্রমুখ।

 

রাউজানে সাম্প্রদায়িক সম্প্রতি বর্তমানে দেশের মধ্যে উজ্জল দৃষ্টান্ত

দক্ষিন রাউজান পুজাঁ উদযাপন পরিষদের সাধারন সভায় ফারাজ করিম চৌধুরী

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ সনাতনী ধর্মীয় অনুসারীদের শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাউজান উপজেলা দক্ষিণের স্বাস্থ্যবিধি মেনে বার্ষিক সাধারণ সভা নগদ অর্থ বিতরণ, নৈশ ভোজ অনুষ্ঠান পুজা কমিটির সভাপতি প্রকাশ শীল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্তী সঞ্চালনায় অনুষ্টিত হয়। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তরুন আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তরুন আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরী বলেন, রাউজানে সাম্পদায়িক সম্প্রতি দেশের মধ্যে উজ্জল দৃষ্টান্ত হয়ে উঠেছে । সকল ধর্মের মানুষ একে অপরের সাথে ভ্রাতৃত্ব বন্দ্বনে আবদ্ব হয়ে জীবন যাপন করছে । অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম,সহ-সভাপতি ইরফান আহমদ চৌধুরী,প্যানেল মেয়র রাউজান পৌরসভা জমির উদ্দিন পারভেজ, ইউ.পি চেয়ারম্যান আব্বাস উদ্দিন, সাহাবুদ্দিন আরিফ,ভূপেশ বড়ুয়া,বি এম জসিম উদ্দিন হিরু,প্রিয়তোষ চৌধুরী, আব্দুল জব্বার সোহেল,রোকন উদ্দিন,তসলিম উদ্দিন চৌধুরী,এডভোকেট সমীর দাশ গুপ্ত,বাবুল মিয়া,মনিরুল ইসলাম, মফজল হোসেন,জসিম উদ্দিন,সারজু মোঃ নাছের,আনোয়ার হোসেন,সেকান্দর হোসেন,জাহেদুল ইসলাম, সালাউদ্দিন,মোঃ আসিফ,সাইদুল ইসলাম,দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সুজিত দাশ মিন্টু,সাবেক সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী,চন্দন কুমার বিশ্বাস,,তপন চক্রবর্তী, অধ্যাপক রুপন ধর,পুজা কমিটির সহ-সভাপতি জ্যোতিস্ময় চৌধুরী কাজল,সুভাষ কান্তি দে,উজ্জ্বল মহাজন বরুন,বিশ্বজিত চৌধুরী,কমল চক্রবর্তী,অজিত বিশ্বাস,খোকন চন্দ্র সেন, সিদ্ধার্থ চৌধুরী বাবু,শ্যামল বিশ্বাস ডেলটা, উদয় দত্ত অর্ক,প্রচার ও প্রকাশনা সম্পাদক ছাত্রনেতা রুবেল বৈদ্য,দপ্তর সম্পাদক প্রনব দাশ,গনসংযোগ সম্পাদক সৈকত তালুকদার,ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ সম্পাদক চম্পক মিত্র,সমাজ কল্যাণ সম্পাদক পিন্টু বিশ্বাস,আইন বিষয়ক সম্পাদক চট্রেশ্বর ভট্রাচার্য্য,পুজা বিষয়ক সম্পাদক কাজল চক্রবর্তী, সহ পুজা বিষয়ক সম্পাদক সুজন চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক রাজেশ মালাকার সদস্য তপন কৃষ্ণ ঘোষ,শ্যামল বিশ্বাস গশ্চি,সদস্য টিটু তালুকদার, সদস্য সনজিত বৈদ্য পিন্টু,উজ্জ্বল দত্ত,সদস্য দেবাশীষ শীল,সদস্য দিপক চৌধুরী,সদস্য বাবু ধর,সদস্য মিঠুন দে,সদস্য পরিতোষ বৈদ্য,সদস্য হারাধন মহাজন ভুলু,সদস্য সমীর মহাজন,সদ্স্য সুজিত দাশ,সদস্য বাবলা চৌধুরী, সদস্য সাধন শীল,সদস্য সমীর মহাজন,সদস্য বিকাশ বিশ্বাস,সদস্য সুমন মহাজন,সদস্য সজল মহাজন,সদস্য সুমন মল্লিক,সদস্য নিশান চৌধুরী, সদস্য কিশান ঘোষ,রনি চক্রবর্তী,পিপলু নাথ,লাভলু পারিয়াল,পিপলু চক্রবর্তী,জেকে শর্মা,রাখেশ সরকার,চিত্ত রঞ্জন দে,সাজীব দে,সজল দাশ,রাসু নাথ,বিটু কান্তি দে,শান্তু নাথ,রাজীব দে।
ছবির ক্যাপশনঃ রাউজানের পশ্চিম গুজরায় কৃতি শিক্ষার্থীদের মধ্যে সম্মননা তুলে দিচ্ছেন তরুন আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরী