চবিতে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন

স্বাস্থ্যবিধি মেনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৪র্থ বর্ষের স্থগিত করা পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে মানবন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থীরা।
 
বুধবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন তারা।
 
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, করোনার কারণে আমাদের ৪র্থ বর্ষের অনেকের পরীক্ষা স্থগিত রয়েছে। সবকিছু সচল হলেও শিক্ষাপ্রতিষ্ঠান এখনো বন্ধ রয়েছে।
 
‘ফলে চতুর্থ বর্ষের অনেক শিক্ষার্থী ২-১টি কোর্সের পরীক্ষা বাকি থাকায় এবং নির্ধারিত সময়ে ফল প্রকাশ না হওয়ায় দীর্ঘ সেশনজট ও চাকরির বাজারে পিছিয়ে পড়ার ভয়ে আছেন। তাই স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছি আমরা। ‘
 
মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।