ধোনি-ভক্তের বাড়ি

ফুটবল বিশ্বকাপের সময় প্রিয় দলের পতাকার রঙে বাড়ি রাঙিয়ে তোলার শখের দৃশ্য হরহামেশাই চোখে পড়ে। কিন্তু ক্রিকেট বিশ্বকাপে এমন দৃশ্য দেখা যায় না বললেই চলে। তবে এবার আইপিএলে ব্যতিক্রমী এমন ছবিই দেখা গেল তামিলনাড়ুতে। মহেন্দ্র সিং ধোনির জন্য পুরো বাড়িটাই চেন্নাই সুপার কিংসের জার্সির হলুদ রঙে রাঙিয়েছেন ভক্ত গোপী কৃষ্ণান।

স্টেডিয়ামে ধোনির জার্সি হাতে গোপী কৃষ্ণান

স্টেডিয়ামে ধোনির জার্সি হাতে গোপী কৃষ্ণান
ছবি: টুইটার

নিজের বাড়িটাকে তো ঢেকে দিয়েছেনই প্রিয় দলের লোগো আর জার্সির রঙে, দেয়ালের এক পাশে এঁকেছেন চেন্নাইয়ের জার্সি পরা ধোনির ছবি। অন্য পাশে সাত নম্বর জার্সি পরে ড্রেসিং রুমে ফিরছেন ধোনি। দেড় লাখ রুপি খরচ করে গোপী কৃষ্ণান নিজের পছন্দমতো বাড়িটি এভাবেই রং করেছেন।

এরই মধ্যে চেন্নাই সুপার কিংসের অফিশিয়াল টুইটার পেজে ‘হোম অব ধোনি ফ্যান’ নামে পুরো বাড়িটার বেশ কিছু ছবি প্রকাশ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ধোনি-ভক্তের বাড়ির এই ছবি।

নিজের বাড়ির সামনে ভিক্টরি চিহ্ন দেখাচ্ছেন গোপী কৃষ্ণান

নিজের বাড়ির সামনে ভিক্টরি চিহ্ন দেখাচ্ছেন গোপী কৃষ্ণান
ছবি: টুইটার

তামিলনাড়ুর কুড্ডালোরের যুবক গোপী কৃষ্ণান দুবাই প্রবাসী। করোনা মহামারির কারণে আপাতত বাড়িতেই আছেন তিনি। আইপিএলে প্রতি মৌসুমেই চেন্নাইয়ের হোম ম্যাচগুলো নিজের শহরের স্টেডিয়ামে বসে দেখেন। কিন্তু এবার করোনার কারণে সরাসরি ধোনির খেলা মাঠে বসে দেখা হচ্ছে না গোপী কৃষ্ণানের। এ জন্য তিনি বেশ হতাশ।

মাঠে ধোনির দল খুব বেশি আশার আলো দেখাতে পারছে না এই মৌসুমে। মুম্বাই ইন্ডিয়ানসের পর আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংস। সবচেয়ে বেশি ফাইনালে খেলেছে ধোনির দল।

হোম অব ধোনি ফ্যান’ বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে গোপী কৃষ্ণান

হোম অব ধোনি ফ্যান’ বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে গোপী কৃষ্ণান
ছবি: টুইটার

কিন্তু বাস্তবতা হচ্ছে এবার চেন্নাই প্রথম ৭ ম্যাচে মাত্র ২টিতে জিতে পয়েন্ট টেবিলে তলানিতে আছে। অবশ্য এর আগে সর্বশেষ ২০১০ সালে একবার প্রথম ৭ ম্যাচের ২টিতে জিতেছিল। কিন্তু এরপর দ্বিতীয় ধাপে জ্বলে ওঠে দলটি। গত মঙ্গলবার অবশ্য সানরাইজ হায়দরাবাদকে ২০ রানে হারিয়ে ফিরে আসার আভাস দিচ্ছে চেন্নাই। আর তেমনটা যদি হয় তাহলে সবচেয়ে গোপী কৃষ্ণানের খুশি হওয়ার কথা।