সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামা’আতে ঐক্যবদ্ধ হতে হবে

পাক-ভারত উপমহাদেশে যখন বাতিলদের লেখনি ও বক্তব্যের মাধ্যমে রাসুল (দঃ) এর শান মানকে চরমভাবে হেয়প্রতিপন্ন করা হচ্ছিল, সেই সময় যিনি লেখনির মাধ্যমে বাতিলদের মুখোশ উম্মোচন করেছিলেন। তিনি হলেন আ’লা হযরত ইমাম আহমদ রেজা খান (রহঃ)। বর্তমানে অনেকে সুন্নী পরিচয় দিয়ে আ’লা হযরতকে বিতর্কিত করার অপপ্রচেষ্টা চালাচ্ছে। আ’লা হযরত হলেন সুন্নী চেনার কষ্টি পাথর। তাই মসলকে আ’লা হযরতের মাধ্যমে সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাআতের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। খুন, ধর্ষণ ও বলৎকার মুক্ত দেশ গড়তে আ’লা হযরতের জীবন ও দর্শনকে অনুসরন করতে হবে। ১০ অক্টোবর বিকালে চট্টগ্রাম বন্দরস্থ সল্টঘোলা রেল ক্রসিং একটি কমিউনিটি সেন্টারে আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ বন্দর থানা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ও হিজরি চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রেজা খান (রহঃ) এর ১০২ তম ওরসে পাক উপলক্ষে আ’লা হযরত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দীন আশরাফী (মাঃ জিঃ আঃ)। সংগঠনের সভাপতি মাওলানা হাফেজ ইদ্রিস আল-ক্বাদেরীর সভাপতিত্বে ও মাওলানা মুফতি আবুল হাছানাত আল-ক্বাদেরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আহলে সুন্নাত কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রিজভী, দপ্তর সম্পাদক মাওলানা মুহাম্মদ আব্দুল হাকিম, অধ্যক্ষ আল্লামা আবুল কালাম আমিরী, মাওলানা ইউনুস তৈয়্যবী যুক্তিবাদী, মাওলানা আব্দুন নবী আল-ক্বাদেরী। প্রধান বক্তা ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মাওলানা নুর মোহাম্মদ আল-ক্বাদেরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ মুজিবুর রহমান আল-ক্বাদেরী, মাওলানা সৈয়্যদ হাসান আযহারী, আলহাজ্ব মুহাম্মদ হানিফ সওদাগর, মুহাম্মদ মহসিন, মাওলানা মুহাম্মদ মুবিনুল হক আশরাফী, হাজী মুহাম্মদ হাসান, মাওলানা রফিকুল ইসলাম আনোয়ারী, মাওলানা ছৈয়দুল আলম আল-ক্বাদেরী, মাওলানা মুফতি ছগির আহমদ আল-ক্বাদেরী, মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ মোর্শেদুল আলম আনোয়ারী, মাওলানা মুহাম্মদ নুরুল কবির রিজভী, মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ খালেদ, মাওলানা মুহাম্মদ গোলাম হুসাইন আল-ক্বাদেরী, মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল-নোমান, মাওলানা মুহাম্মাদ ইদ্রিচ আল-ক্বাদেরী, মাওলানা মুহাম্মদ ইউনুস রজভী মুহাম্মদ জাহেদুল ইসলাম প্রমুখ।