রাউজান হাইওয়ে থানার নির্মান কাজ চলছে

ভবনের নির্মান কাজ শেষ হলে রাউজান হাইওয়ে থানার পুলিশ পাবে স্থায়ী ঠিকানা
শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান হাইওয়ে থানার পুলিশ প্রথমে রাউজান পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক গহিরা ইউনিয়ন পরিষদ ভবনে কার্যক্রম শুরু করে। কয়েক বৎসর গহিরা ইউনিয়ন পরিষদ ভবনে থাকার পর রাউজান পৌরসভার ৩নং ওয়ার্ডের গহিরা বড়পুল এলাকায় কুন্ডেশ^রী মালিকাধীন পাকা দ্বিতল ভবন ভাড়ায় নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করেন । রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপির সহায়তায় গহিরা বড়পুলের পাশে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের পাশে চিকদাইর ইউনিয়নের দক্ষিন সর্তায় এক একর জমি অধিগ্রহন করে ৪ কোটি টাকা ব্যয়ে গৃহায়ন ও গণপুর্ত বিভাগের আওতায় রাউজান হাইওয়ে থানার ভবন নির্মান কাজ শুরু করে। ঠিকাদারী প্রতিষ্টান মোসার্স ইকবাল এন্ড র্ব্রাদ্রাস রাউজান হাইওয়ে থানা ভবন নির্মানের কাজ করছে । ৪ কোটি টাকা ব্যয়ে রাউজান হাইওয়ে থানা ভবন নির্মানের কাজে ২তলার ছাদ নির্মান কাজ শেষ হয়েছে । নির্মানাধীন ভবনের মধ্যে দ্বিতল ভবনের উপরে আরো ২তলা ভবন নির্মান করার জন্য বরাদ্ব দেওয়া হবে জানান রাউজান হাইওয়ে থানার ওসি জোবাইদুল হক। রাউজান হাইওয়ে থানার ভবন নির্মানের কাজ শেষ হলে ভাড়া করা ভবন থেকে নিজস্ব ভবনে হাইওয়ে পুলিশেরস্থায়ী ঠিকানা হবে । বর্তমানে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক চার লেইনের কাজ করায় রাউজান হাইওয়ে থানার পুলিশের ভাড়া করা ভবন ভাঙ্গনের মধ্যে পড়ায় হাইওয়ে পুলিশ ভবন ছেড়ে দিয়ে গহিরা কলেজ মার্কেটের ৩তলা ও ৪র্থ তলা ভাড়ায় নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছেন । রাউজান হাইওয়ে থানার ওসি জোবাইদুল হক বলেন প্রতি মাসে ২৮ হাজার টাকা ভাড়া দিয়ে রাউজান হাইওয়ে পুলিশের কার্যক্রম চালিয়ে আসছি । ভাড়া করা ভবনটি চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের চার লেইনের কাজে ভাঙ্গনে পড়ায় ভবনটি ছেড়ে দিয়ে গহিরা কলেজ মাকের্টের ৩য় তলা ও ৪র্থ তলা প্রতি মাসে ২৮ হাজার টাকায় ভাড়ায় নিয়ে পুলিশের কার্যক্রম চালিয়ে যাচ্ছি । রাউজান হাইওয়ে থানার পুলিশ চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের হাটহাজারী থেকে রাউজান রাবার বাগান, হাটহাজারীর ফতেয়াবাদ থেকে নাজির হাট পর্যন্ত চট্টগ্রাম নাজির হাট সড়কের দায়িত্ব পালন করে আসছে । রাউজান হাইওয়ে থানায় ওসি ও এস আই সহ ২৭ জন পুলিশ কনষ্টেবল দায়িত্ব পালন করছে। রাউজান হাইওয়ে থানার নিজস্ব স্থায়ী ভবন না থাকায় ভাড়া করা ভবনে থেকে প্রতিদিন দায়িত্ব পালন করছে । রাউজান হাইওয়ে থানা ভবনের নির্মান কাজ শেষ হলে হাইওয়ে থানা পুলিশের স্থায়ী ঠিকানা হবে । নব নির্মিত ভবনে অফিস,পুলিশের সদস্যরা থাকার জন্য ব্যরাক, অস্ত্র রাখার জন্য অস্ত্রাগার পাবে পুলিশ । নব নির্মিত ভবনে পানির সুবিধা পাওয়া যাবে। নব নির্মিত ভবনে উন্নত মানের শৌচাগার ব্যবহার করবে পুলিশের সদস্যরা । ভবনের সামনে গাড়ি পাকিংয়ের সুবিধা হবে । ঠিকাদারী প্রতিষ্টান মের্সাস ইকবাল এন্ড ব্রার্দ্রাস রাউজান হাইওয়ে থানা ভবনের নির্মান কাজ দ্রæত গতিতে করছে বলে জানান রাউজান হাইওয়ে থানার ওসি জোবাইদুল হক ।