করোনার দ্বিতীয় ওয়েভ নিয়ে বৈঠকে শীর্ষ কর্মকর্তারা

করোনার দ্বিতীয় ওয়েভ নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় বসেছেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টার পর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এই সভায় অন্তত ১৫ জন সচিব অংশ নিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব ছাড়াও অংশ নিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ কর্মকর্তারা। সভায় পুলিশের মহাপরিদর্শকও রয়েছেন।

অনেক দেশেই, বিশেষ করে শীত প্রধান দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় দফায় সংক্রমণ হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, নভেম্বরের শেষ থেকে দ্বিতীয় ওয়েভ আসে কি না সেই প্রস্তুতি রাখতে হবে। দ্বিতীয় ওয়েভ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি নিতে হবে।

সরকারপ্রধানও করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভ নিয়ে গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব গত সোমবার (২১ সেপ্টেম্বর) বলেছেন, প্রধানমন্ত্রীও বলেছেন, আমাদের যেন প্রস্তুতি থাকে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, দ্বিতীয় ওয়েভ নিয়ে মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয় সভা আহ্বান করেছি। আমরা বসে বিস্তারিত কর্মসূচি নেব।