কাটিরহাট স্কুলের প্রাক্তন শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা

হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ব্যাচ ভিত্তিক প্রতিনিধিদের সাথে পরিচালনা পরিষদের মত বিনিময় সভা গত শুক্রবার( ১৮ সেপ্টেম্বর) অনুস্ঠিত হয়। বিদ্যালয়ের আবদুল ওয়াদুদ সেরেস্তাদার  মিলনায়তনে
বিকেলে অনুস্ঠিত সভায় সভাপতিত্ব করেন এডহক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল কুদ্দুস ।
” শিক্ষক- শিক্ষার্থী প্রীতি সম্মিলন ” আয়োজনকল্পে করণীয় নির্ধারণ ও শিক্ষার মানোন্নয়নে গৃহীত পদক্ষেপ  বাস্তবায়ন বিষয়ে মত বিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের নবনিযুক্ত প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. বাদশা আলম ও মুহাম্মদ অছিউদ্দিন এর যৌথ সঞ্চালনায় এডহক কমিটির পক্ষে বক্তব্য রাখেন অভিভাবক প্রতিনিধি মুহাম্মদ সোহরাব হোসাইন চৌধুরী। ব্যাচ ভিত্তিক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন মো. শাহনেওয়াজ হোসাইন  চৌধুরী , উপাধ্যক্ষ সৈয়দুল আলম, মো. শাহজাহান, আলী আকবর চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ, আবদুর রহিম, অধ্যাপক সৈয়দ শাহজাহান, এডভোকেট বদিউল আলম স্বপন,শ্যামল চৌধুরী,মো. শাহাবুদ্দীন চৌধুরী, আজাদ হোসেন শরীফ, মুজিবুল আলম, তহিদুল আলম,নূরউদ্দিন চৌধুরী, আলী আবরাহা দুলাল, আবদুল্লাহ আল ফারুক, অজয় শীল, অধ্যাপক মো. নাসিরউল্লাহ,ব্যারিস্টার বদরুল আলম চৌধুরী, ডা. বেদারুল শরীফ,মো. হাবিবুল ইসলাম,আনোয়ারুল আজিম,ইরফান চৌধুরী নয়ন, হেলাল মাসুদ মজুমদার,সাইফুল আলম,জিয়াউল হোসাইন, মো. শাহজাহান ও মো. আকিবুল ইসলাম প্রমুখ।
 বিদ্যালয়ের পক্ষে শিক্ষার  মানোন্নয়নে গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামন করা হয়। নবনির্মিত লাইব্রেরী, বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাব ব্যবহারে শিক্ষার্থীদের সক্রিয়করণ এবং কোভিড মুক্ত পরিবেশে প্রীতি সম্মিলন আয়োজনে বিস্তারিত কর্মসূচি প্রনয়নে মতামত প্রদান করেন বক্তাগন। তাছাড়া পরিচালনা পরিষদ এর পক্ষে ঐতিহ্যবাহীপ বিদ্যাপীঠ এর সার্বিক  উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।