‘কক্সবাজার বধ্যভূমি সংরক্ষণ ও পরিচর্যা কেন্দ্র’-এর আনুষ্ঠানিক যাত্রা

মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতি বিজড়িত ‘কক্সবাজার বধ্যভূমি সংরক্ষণ ও পরিচর্যা কেন্দ্র’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার ইউনিট কমান্ডের নেতৃবৃন্দ কক্সবাজার বধ্যভূমিতে অবস্থিত সী-বীচ রেস্ট হাউসের (১৬ ইসিবির অবমুক্তকৃত ভবনের উত্তর প্রান্তে) একটি কক্ষে ‘কক্সবাজার বধ্যভূমি সংরক্ষণ ও পরিচর্যা কেন্দ্র’ স্থাপন করেন।

এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে নুরুল আবছার, জালাল আহমদ, আবু তাহের, সুনিল বড়ুয়া, আলতাফ হোসেন, আব্দুল মান্নান, মৃনাল চক্রবর্তী, আবুল কাশেম মাস্টার, নুরুল হক, আহমদুর রহমান, সুবল দাশ, মো. শাহ্জাহান প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের নৃশংসভাবে হত্যা করে। দেশের জন্য আত্মত্যাগকারী এসব শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যেই এই ‘কক্সবাজার বধ্যভূমি সংরক্ষণ ও পরিচর্যা কেন্দ্র’ স্থাপন করা হয়েছে।