কক্সবাজারে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের রামু উপজেলার রেজুখাল মোহনার ঝাউবন এলাকায় একটি নৌকা থেকে বাংলাদেশ কোস্ট গার্ড বিশেষ অভিযান চালিয়ে এক লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। এসময় একটি নৌকাও জব্দ করা হয়। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এক মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া উইংয়েরে কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক।
হায়াত ইবনে সিদ্দিক জানান, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মধ্যরাতে কোস্টগার্ডের হিমছড়ি স্টেশন অভিযান চালিয়ে কক্সবাজারের রামু উপজেলার রেজুখাল মোহনার ঝাউবন এলাকায় একটি সন্দেহজনক ছোট নৌকা থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। এ সময় পাচারকারীরা দূর থেকে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকা থেকে পানিতে লাফ দিয়ে ঝাউবনের ভেতরে পালিয়ে যায়। মাদক পাচারকারীদের আটক করা সম্ভব হয়নি।
তিনি জানান, জব্দৃকত ইয়াবা এবং ইয়াবা পরিবহনে ব্যবহৃত নৌকাটিকে রামু থানায় হস্তান্তর করা রয়েছে। এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।