মুরাদপুরে স্টিলের সাঁকো স্থাপন করলেন আওয়ামী লীগ নেতা সরওয়ার্দী

তসলিম খাঁ:: “শুধুমাত্র লিফলট-ব্যানার মঞ্চ-ফেইসবুক সত্যিকারের রাজনীতিক হওয়া যায় না। রাজনীতি করতে হবে মানবতার জন্য। মানুষের সমস্যা-সম্ভাবনা বুঝতে হবে। রাজনীতি মানে সমাজে রাষ্ট্র সূখে-দুখে নিজেকে উৎসর্গ করা, আমি মানুষের মনের ফেরিওয়ালা। আমি এধরনের আরো ভালো ভালো কাজের করার সুয়োগ চাই।”।

১৭ সেপ্টেম্বর সকালে নগরীর মুরাদপুরস্থ ফরেষ্ট গেইট শিক্ষবোর্ড পাশে চলাচলের জন্য লোহার একটি সাঁকো নিজ উদ্যোগে স্থাপন করে উদ্ভোধনকালে শুলকবহর ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সমাজসেবী শেখ সরওয়ার্দী উপরোক্ত কথা গুলো বলেন।

তিনি আরো বলেন, “এ সড়কে যাতায়তের এ পথ দিয়ে নিরবচ্ছিন্ন যাতায়ত প্রয়োজন দেখা দিলে একটি সাঁকো করে দেয়ার উদ্যোগ গ্রহণ করি। মানুষ খুশি হয়েছে। আমিও খুশি।”

এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক আলহাজ্ব নজরুল ইসলাম, রাজনীতিক রতন কান্তি চৌধুরী, সংগঠক জহিরউদ্দিন সুমন, সাইফুল মান্নান শিমুল ,শম্ভু দাস, তৌসিফ হাসান, বকতিয়ার আলম, রাশেদ চৌধুরী, মাহবুব আলম সোহেল, ফয়সাল আহমেদ, তৌহিদ হাসান, শেখ ইমতিয়াজ শাহেদ প্রমূখ।