পদ্মা ধরা পড়েছে ১০ কেজির রুই ও ২৫ কেজির বাঘাইড়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে শরীফ ও শাহিন হলদার নামে দুই জেলের জালে ১০ কেজি ওজনের রুই ও ২৫ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পড়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোরে ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতে মাছগুলো ধরা পড়ে।
পরে সকালে দৌলতদিয়া ঘাটের মাছের আড়তে মাছ দুটি বিক্রির জন্য ডাক ওঠে।

এ সময় দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের শাকিল সোহান মৎস্য আড়ৎতের মাছ ব্যবসায়ী শাজাহান শেখ ১৭ হাজার টাকায় রুই ও ২৫ হাজার টাকায় বাঘাইড় মাছটি কিনে নেন।

মাছ ব্যবসায়ী শাজাহান শেখ জানান, রাতে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে শরীফ হলদার জাল ফেলে ১০ কেজি ওজনের রুই ও শাহিন হলদার ২৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছটি ধরেন। পরে সকালে তারা মাছ দুটি আড়তে বিক্রির জন্য আনেন। এ সময় ১৭শ’ টাকা কেজি দরে ১৭ হাজার টাকায় রুই ও এক হাজার টাকা কেজি দরে ২৫ হাজার টাকায় বাঘাইড় মাছটি কিনে নেন তিনি। পরে ১২শ’ টাকা কেজি দরে ৩০ হাজার টাকায় বাঘাইড় মাছ বিক্রি করেন। রুই মাছটি ১৮শ টাকা কেজি দরে বিক্রির জন্য ঢাকায় পাঠানো হয়েছে।