কারাবন্দীদের ও সুরক্ষা সামগ্রী প্রয়োজন: রেজাউল

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদীদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে হাই ফ্লো অক্সিজেন, ২০০০ পিস মাস্কসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সুরক্ষা সামগ্রী বিতরণ কালে তিনি বলেন, মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে কারাগারে বন্দীদের জন্য সুরক্ষা সামগ্রী দেয়া হয়েছে।
মানুষের জন্য আমরা সব সময় সহায়তা করছি । করোনা দূর্যোগ মোকাবেলায় কারাবন্দীদের ও সুরক্ষা সামগ্রী প্রয়োজন।

বন্দীদের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধ করতে এমন উদ্যোগ নিয়েছেন এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান রেজাউল করিম চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন ডিআইজি প্রিজন ফজলুল হক চৌধুরী, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার রফিকুল ইসলাম, ডেপুটি জেলার মাজহারুল, ডা. শামীম, বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ, আব্দুল হান্নান লিটন, জিন্নাত সোহানা চৌধুরী, নুরুল আলম, ইয়াসিন আরাফাত কচি, মো. ইলিয়াস, রাজ্জাক, নাসির, সাইমন প্রমুখ।