পাপুলের বিচার শুরু হচ্ছে আগামী ১৭ই সেপ্টেম্বর

চার অভিযোগে সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের বিচার শুরু হচ্ছে আগামী ১৭ই সেপ্টেম্বর বৃহস্পতিবার। পাপুলের সঙ্গে এ মামলায় কুয়েতের আরো কয়েকজনকেও আসামী করা হয়েছে। তাদের মধ্যে দেশটির দু’জন আইন প্রণেতাও আছেন। কুয়েতের সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।
গত ৬ই জুন কুয়েতে লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পাপুলসহ আরো কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ঘুষ দেয়া, অর্থ পাচার, মানব পাচার এবং ভিসার অবৈধ লেনদেন করার অভিযোগ আনা হয়েছে। গত ১৫ই জুন আল-কাবাস সংবাদ প্রকাশ করে যে, পাপুল তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন এবং তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বন্ধুত্বের নিদর্শনস্বরূপ এক লাখ ৬৩ হাজার ৩৮৮ ডলার উপহার দেবার কথা স্বীকার করেন।