করোনা মহামারিতে অনলাইন পাঠদানের বিকল্প নেই

করোনা মহামারিতে ভেঙ্গে পড়া শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রযুক্তিকে কাজে লাগিয়ে অনলাইন পাঠদানের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় চবি সমাজ বিজ্ঞান অনুষদের উদ্যোগে আয়োজিত অনুষদের শিক্ষকদের দিনব্যাপি ‘অনলাইন ক্লাস পরিচালনা কৌশল’ শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।

ভার্চুয়াল কর্মশালায় উপাচার্য বলেন, কর্মশালার মাধ্যমে অনলাইনে ক্লাস পরিচালনার বিষয়ে একটি কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়ন সম্ভব হবে। ফলে শিক্ষার্থীরাসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা ব্যবস্থা উপকৃত হবে।

চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মাল্টি মিডিয়া ল্যাবের কারিগরি সহযোগীতায় ভার্চুয়াল কর্মশালায় সভাপতিত্ব করেন সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, স্বাগত বক্তব্য রাখেন চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মো. শহীদুল হক এবং সঞ্চালনা করেন চবি আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম।

এ সময় কর্মশালায় সমাজ বিজ্ঞান অনুষদের অধীন বিভাগসমূহের সভাপতি ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।