করোনায় সাংগঠনিকভাবে নির্মূল কমিটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে

জেলা কমিটির সাংগঠনিক সভায় শওকত বাঙালি

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শওকত বাঙালি বলেছেন, জাতির যে কোনো ক্রান্তিলগ্নে নির্মূল কমিটি বুক বেঁধে দাঁড়ানোর প্রত্যয়ে অবিচল।

জেলা নির্মূল কমিটির সহ-সভাপতি মুহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও কার্যকরী সাধারণ সম্পাদক অলিদ চৌধুরীর সঞ্চালনায় নগরের মোমিন রোডস্থ চট্টলবন্ধু এসএম জামাল উদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় শওকত বাঙালি এসব কথা বলেন।

তিনি বলেন, মহামারী করোনায় সাংগঠনিকভাবে নির্মূল কমিটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্মূল কমিটির সূচনালগ্নের অনেক কুশিলব, জাতির আলোকিত ও মানবিকবোধসম্পন্ন মানুষদের মধ্যে অন্যতম মেধাবী পুরুষ ড. আনিসুজ্জামান, সাংবাদিক কামাল লোহানী, সেক্টর কমান্ডার সিআর দত্ত, আবু ওসমান চৌধুরীসহ অনেককেই আমরা হারিয়েছি।

‘এই মহান মনীষীরা দেশ এবং সমাজের অতন্দ্র প্রহরী ছিলেন মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে। ’ যোগ করেন তিনি।

সভায় বক্তব্য দেন- সংগঠনের জেলা কমিটির সহ-সভাপতি স্বপন সেন, দীপংকর চৌধুরী কাজল, সহ-সাধারণ সম্পাদক আবু সাদাত মো. সায়েম, সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক চৌধুরী, মিথুন মল্লিক, আসাদুজ্জামান জেবিন, মো. সাহাব উদ্দিন, সহ-মহিলা বিষয়ক সম্পাদক সূচিত্রা গুহ টুম্পা, সহ-প্রচার ও গণমাধ্যম সম্পাদক রুবেল চৌধুরী।

অংশ নেন- সাংস্কৃতিক সম্পাদক রাজীব চৌধুরী, কার্যনির্বাহী সদস্য এসকান্দার আলী, আখতার হোসেন, মুক্তা জামান, মো. আকতার উজ জামান, আকিব জাবেদ, আবদুল্লাহ মুহিত, আবদুল হাকিম, রুবেল কুমার শীল, মো. জামশেদুল ইসলাম চৌধুরী, ইমন শীল প্রমুখ।

সভায় অচিরেই আরেকটি সভা আহ্বান এবং নিষ্ক্রিয় কর্মীদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণসহ মুক্তিযুদ্ধের প্রশ্নে আপোষহীন ও নিবেদিতপ্রাণদের সংগঠনে সংযুক্তির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।

সভার শুরুতে করোনাকালে নির্মূল কমিটি সংশ্লিষ্টদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দাঁড়িয়ে একমিনিট নীরবতা পালন করা হয়।