মাস্কহীন যাত্রীর সেলফি নেবে উবার

মুখে মাস্ক না থাকলে যাত্রীদের বিরুদ্ধে অভিযোগ করতে পারবে চালক। ফলে পরবর্তী রাইড সেবা নেওয়ার আগে অবশ্যই যাত্রীকে মাস্ক পরে সেলফি দিতে হবে উবার অ্যাপে।

মঙ্গলবার এক নতুন নিয়মে তারা জানায়, চালক যদি যাত্রীর মুখে মাস্ক না থাকায় রিপোর্ট করেন তবে যাত্রীকে মাস্ক পরা অবস্থায় সেলফি তুলতে হবে। সেই সেলফি উবার অ্যাপ পাঠালে তবেই পরবর্তী রাইড কল করতে পারবেন যাত্রী। মাস্ক পরা ছবি শনাক্ত করবে উবারের ফটো রিকগনিশন সিস্টেম। গত মে মাসে চালকদের জন্যেও একই নিয়ম চালু করেছিলো উবার।

তবে উবার জানিয়েছে, চালক বা যাত্রী মাস্ক পড়তে না চাইলে অপরজন রাইড ক্যান্সেলও করতে পারেন।

চলতি মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রে ও কানাডায় নতুন নিয়মটি চালু হবে। এরপর বাকি দেশগুলোতে কার্যকর হবে ‘মাস্ক ভেরিফিকেশন রুল’।

করোনাভাইরাসের কারণে উবারের ব্যবসায় ধস নেমেছে। আগের বছরের তুলনায় এ বছর তাদের ট্রিপ ৫৬ শতাংশ কমেছে। বিভিন্ন দেশে এখনও লকডাউন চলছে। বাড়ি থেকেই অফিসের কাজ করছেন অনেকে, রেস্টুরেন্ট ও বার বন্ধ থাকায় মানুষের বাইরে বের হওয়াও কমে গেছে। এমন অবস্থায় উবার ভ্রমণও নিরাপদ বলে মনে করছেন না নিবন্ধিত গ্রাহকরা।