কাপ্তাইয়ে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও গাছের চারা বিতরণ  

কাপ্তাই প্রতিনিধি: কাপ্তাই ইউনিয়নের আওতাভুক্ত বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে স্বাস্থ্য বিষয়ক স্বাস্থ্য সুরক্ষা সেবা সামগ্রী প্রদান করা হয়েছে মঙ্গলবার(১ সেপ্টেম্বর)। এলজিএসপি- ৩/২০১৯- ২০২০ আর্থিক সালে বাস্তবায়িত স্কুল সমূহে এসব সামগ্রী বিতরণ করা হয়।এর পাশাপাশি ওইদিন বিভিন্ন মসজিদ, মন্দির এবং শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরন প্রকল্পের” উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। কাপ্তাই ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন। কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইব্রাহীম খলিল, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুল, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক আবুল কাশেম, সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তজমুল আলী, সাবেক সদস্য জয়নাল আবেদিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী শামসুল ইসলাম আজমির, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, শহীদ সামসুদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হানিফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন, কাপ্তাই ইউনিয়ন পরিষদের সকল সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ৪শ’ জন ছাত্রীর মাঝে স্বাস্থ্য স্যানেটারি সামগ্রী এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির ৭শ’ গাছের চারা বিতরন করেন।