কৃষকদের প্রনোদনা কৃষি ঋণ পায়নি ক্ষতিগ্রস্থ কৃষকেরা

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ করোনায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মধ্যে ৪ শতাংশ সুদে কৃষি ঋণ বিতরনের জন্য প্রধান মন্ত্রীর বরাদ্ব দেওয়া টাকা নিয়ম অমান্য করে, স্থানীয় সাংসদ ফজলে করিম চৌধুরী, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, ও কৃষি ঋন বিতরন কমিটির সভাপতি রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, রাউজান উপজেলা কৃষি অফিসার শাব্বির আহম্মদ, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের না জানিয়ে গোপনে ৪ শতাংশ সুদে কৃষি ঋণ বিতরন করেন রাউজানের কৃষি ব্যাংক সহ সকল ব্যাংক গুলো । ৪ শতাংশ সুদে বিতরন করা কৃষি ঋন প্রকৃত কৃষকেরা পেয়েছে না কৃষকের নামে বরাদ্ব দেওয়া স্বল্প সুদে কৃষি ঋনের টাকা ব্যাংকের ম্যানেজার সহ কর্মকর্তারা তাদের আত্বিয় স্বজন ও উৎকোচ নিয়ে কৃষি কাজের সাথে যারা জড়িত নয় তাদের মধ্যে বিতরন করেছে । স্বল্প সুদে কৃষি ঋনের টাকা বিত্তশালীদের মধ্যে বিতরন করে তাদের কাছ থেকে বেশী সুদ নিয়ে ব্যাংক কর্মকর্তারা ব্যবসা করছেন বলে এলাকার কৃষকেরা অভিযোগ করেন। প্রকৃত কৃষকেরা করোনায় ক্ষতিগ্রস্থ হয়ে সরকারের দেওয়া স্বল্প সুদে কৃষি ঋনের টাকা পায়নি । করোনার প্রনোদনা হিসাবে রাউজানে রাউজান কৃষি ব্যাংক রাউজান শাখা, কদলপুর আশরফ আলী হাট শাখা, পাহাড়তলী চৌমুহনী শাখা, নোয়াপাড়া পথের হাট শাখায় ১ কোটি ৮৪ লাখ টাকা করোনায় ক্ষতিগ্রস্থ কৃষকের মধ্যে স্বল্প সুদে কৃষি ঋণ বিতরনের জন্য বরাদ্ব দেওয়া হয় । ১ কোটি ৮৪ লাখ টাকার মধ্যে রাউজানের চারটি কৃষি ব্যাংকের শাখা ১ কোটি টাকা কৃষি ঋণ বিতরন করেছে গোপনে । কৃষি ঋন বিতরনের সময়ে করোনায় ক্ষতিগ্রস্থ কৃষকের তালিকা রাউজান উপজেলা কৃষি অফিস থেকে তৈয়ারী করে। ক্ষতিগ্রস্থ কৃষকের তালিকা রাউজান উপজেলা নির্বাহী অফিসারের কাছে জমা দেওয়ার পর উপজেলা কৃষি ঋণ বিতরন কমিটির সভায় ক্ষতিগ্রস্থ কৃষকের তালিকা কমিটির সদস্যদের সাথে বসে চুড়ান্ত করে ক্ষতিগ্রস্থ কৃষকের তালিকা ব্যাংকে পাঠানোর পর ব্যাংক ক্ষতিগ্রস্থ কৃষককে রাউজান উপজেলা কৃষি অফিসারের প্রত্যায়ন পত্র নিয়ে কৃষি ঋন দেওয়ার নিয়ম থাকলে ও ব্যাংকগুলো তা অমান্য করে কাউকে না জানিয়ে গোপনে কৃষি বিতরন করছেন । কৃষি ব্যাংকের মতো অনান্য ব্যাংক গোপনে সংশ্লিষ্টদের না জানিয়ে গোপনে কৃষকদের জন্য বরাদ্ব দেওয়া স্বল্প সুদে কৃষি ঋনের টাকা গোপনে প্রকৃত কৃষকেদের না দিয়ে বিতরন করেন । গত ২৪ আগষ্ট সোমবার বিকালে রাউজান উপজেলা মাসিক কৃষি বিষয়ক সমন্বয় সভায় করোনায় ক্ষতিগ্রস্থ কৃষকদের স্বল্প সুদে কৃষি ঋন বিতরনে ব্যাপক অনিয়ম হওয়ার বিষয়ে ক্ষোখ প্রকাশ করে বক্তব্য রাখেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার বাবুল। রাউজান উপজেলা কৃষি ঋণ বিতরন কমিটির সভাপতি রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ সভায় বলেন, করোনায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মধ্যে স্বল্প সুদে কৃষি ঋন বিতরন কার্যক্রম সর্ম্পকে কিছুই জানেনা । ব্যাংকগুলো তাদের ইচ্ছা মাফিক স্বল্প সুদে কৃষি ঋনের টাকা বিতরন করেছে। যে সব ব্যক্তির কাছে কৃষি ঋনের টাকা বিতরন করেছে তারা আদৌ ক্ষতিগ্রস্থ কৃষক কিনা তা খতিয়ে দেখা হবে । স্বল্প সুদে কৃষি ঋনের টাকা বিতরন কার্যক্রম তদন্ত করে দায়ী বাংক কর্মকর্তাদের বিরুদ্বে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ । রাউজান উপজেলা মাসিক কৃষি বিষয়ক সমন্বয় সভায় উপস্থিত রাউজান উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা সনজিব কুমার সুশীল বলেন, করোনায় ক্ষত্রিগ্রস্থ কৃষকদের কৃষি ঋনের টাকা বিতরন কালে ব্যাংক কর্মকর্তারা তাদের অবগত না করে উপজেলা কৃষি অফিসারের দেওয়া প্রত্যায়ন পত্র না নিয়ে কৃষি ঋনের টাকা সর্ম্পুন অনিয়মের মাধ্যমে গোপনে বিতরন করা হয়েছে । ব্যাংকগুলো সরকারের দেওয়া করোনায় ক্ষতিগ্রস্থ কৃষকদের কৃষি ঋন বিতরনের টাকা প্রকৃত কৃষকদের মধ্যে বিতরন করছেন কিনা তা কৃষি বিভাগ জানেনা । রাউজানেরে পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান রোকন উদ্দিন অভিযোগ করে বলেন, সরকারের দেওয়া কৃষি ঋনের টাকা কেউ পরিশোধ না করলে এলাকার চেয়ারম্যান হিসাবে কৃষকেদের কাছ থেকে খেলাপী ঋনের টাকা আদায় করতে সহায়তা করি । করেনায় ক্ষতিগ্রস্থ কৃষকদের স্বল্প সুদে কৃষি ঋণ বিতরন করার কার্যক্রম আমোকে অবহিত করা হয়নি । ব্যাংকগুলো গোপনে কৃষকেদের মধ্যে স্বল্প সুদে কৃষি ঋন বিতনের টাকা প্রকৃত কৃষকদের মধ্যে বিতরন না করে অন্য পেশার সাথে জড়িতদের মধ্যে কৃষি ঋনের টাকা বিতরন করছেন । রাউজান উপজেলা কৃষি ঋণ বিতরন কমিটির সাধারন সচিব অগ্রনী ব্যাংক রাউজান শাখার মোঃ আবু ইউছুফ বলেন, করোনায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মধ্যে কৃষি ঋণ বিতরন কার্যক্রম সর্ম্পকে করোনা পরিস্থিতির কারনে উপজেলা কৃষি ঋণ বিতরন কমিটির সভা না হওয়ার কারনে ব্যাংক গুলো সংশ্লিষ্টদের জানাতে পারেনি । অগ্রনী ব্যাংক রাউজান শাখার ম্যানেজার ও উপজেলা কৃষি ঋন বিতরন কমিটির সচিব আবু ইউছুফ জানান গত এক সাপ্তাহ পুর্বে আমার ব্যাংকে করোনায় ক্ষতিগ্রস্থ কৃষকদের স্বল্প সুদে কৃষি ঋন বিতরনের বরাদ্ব পায়। রাউজানের চিকদাইরের ১ জন ডাবুয়ার ১জন কৃষককে কৃষি ঋন দেওয়ার জন্য চিকদাইর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ সহকারী কৃষি কর্মকর্তা রোকসানা ও ডাবুয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ সহকারী কৃষি কর্মকর্তা দিদারুল আলম সুপারিশ করেন । স্বল্প সুদে কৃষি ঋন বিতরন কার্যক্রম চলছে অগ্রনী ব্যাংক রাউজান শাখা থেকে ।