করোনায় মৃতদের দাফন অব্যহত রেখেছে ফারাজের স্বেচ্ছা সেবক টিম

শফিউল আলম,রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজানে করোনায় আক্রান্ত ও করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের লাশের দাফন কাফন ও সৎকার করছেন তরুন আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরীর গঠিত স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা । করোনার প্রাদুভার্ব শুরু হওয়ার পর থেকে রাউজানে তরুন আওয়ামী লীগ নেতা সাংসদ পুত্র ফারাজ করিম চৌধুরীর নেতৃত্বে রাউজান উপজেলা যুবলীগের সভাপতি রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মী ও সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, সাধারন সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব সহ সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সদস্যরা রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় কর্মহীন দরিদ্র পরিবারের সদস্যদের খাদ্য সহায়তা প্রদান করেন । রাউজানে এক লাখ হৃত দরিদ্র পরিবারের সদস্যদের যারা রিক্সা চালক, অটোরিক্সা চালক, পরিবহন শ্রমিক, কৃষক, দিনমজুর,ভবঘুরে, মানসিক প্রতিবন্দ্বী, ক্ষুদ্র ব্যবসায়ী, মসজিদের ইমাম মুয়াজ্জিন, বৌদ্ব ধর্মীয় অনুসারীদের বিহারের ভিক্ষুৃ, সনাতন ধর্মীয় অনুসারীদের মন্দিরের পুরোহিত, পত্রিকার হকার, চায়ের দোকান ও কাপড়ের দোকানের কর্মচারীদের খাদ্য সহায়তা প্রদান করেন । রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর সাবির্ক সহায়তায় সাংসদ পুত্র ফারাজ করিম চৌধুরীর গঠিত ত্রান তহবিল থেকে এ সহায়তা প্রদান করেন । এছাড়া ও রমজান মাসে প্রতিদিন রাতে রাউজান ও চট্টগ্রাম নগরীর সরকারী বেসরকারী হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, দায়িত্ব পালন কারী আইন শৃংখলা রক্ষা বাহিনীর সদস্যদের খাবার প্রদান করেন। রাউজানে রান্না করে সেহেরীর খাবার প্রতিদিন ২ হাজার চিকিৎসক, স্বাস্থ্য কর্মী, নার্স, আইন শৃংখলা রক্ষা বাহিনীর সদস্যদের পৌছে দিয়েছেন তরুন আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরীর গঠিত টিমের সদস্যরা । পরবর্তী সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশে সাংসদ পুত্র ফারাজ করিম চৌধুরী রাউজান উপজেলা যুবলীগের সভাপতি রাউজান পৌরসভার ২য় প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজকে সমন্বয়ক কর্ েসেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, সাধারন সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব সহ সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সদস্য, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীদের নিয়ে গঠন করেন স্বেচ্ছা সেবক টিম । করোনায় আক্রান্ত হয়ে ও করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া মুসলিম নারী পুরুষকে মুসলিম ধর্মীয় নিয়ম অনুসারে দাফন কাফন করা, সনাতনী ধর্মীয় অনুসারী, বৌদ্ব সম্প্রদায়ের কোন নারী ও পুরুষ মারা গেলে তাদের স্ব স্ব ধর্মীয় নিয়ম অনুসারে তাদের মরদেহ সৎকার করার করবে সাংসদ পুত্র ফারাজ করিম চৌধুরীর উদ্যোগে গঠিত স্বেচ্ছা সেবক টিমের সদস্যরা । রাউজান পৌরসভার প্যনেল মেয়রে জমির উদ্দিন পারভেজ ও সেন্টাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলামের নেতৃত্বে স্বেচ্ছা সেবক টিমের সদস্যরা এ পর্যন্ত রাউজানের গহিরা, নোয়াজিশপুর, চিকদাইর, ডাবুয়ায়, ৭নং রাউজান ইউনিয়নে ও বিনাজুরী ইউনিয়ন, হলদিয়া ইউনিয়ন, কদলপুর ইউনিয়ন, পাহাড়তলী ইউনিয়ন, পুর্ব গুজরা ইউনিয়ন, পশ্চিম গুজরা ইউনিয়ন, বাগোয়ান ইউনিয়ন, নোয়াপাড়া ইউনিয়ন, উরকিরচর ইউনিয়ন, রাউজান পৌর এলাকায় করোনায় আক্রান্ত ও করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ৪৭ জন মুসলিম, সনাতনী ধর্মীয় অনুসারী নারী ও পুরুষের লাশ স্ব স্ব ধর্মীয় নিয়ম অনুসারে দাফন ও কাফন ও সৎকার করেছে বলে জানান স্বেচ্ছা সেবক টিমের সমন্বয়ক রাউজান পৌরসভার প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ । এছাড়া ও করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে । করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে থাকা ব্যক্তিদের পরিবারের সদস্যদের খাদ্য সহায়তা ও পুষ্টিকর ফল দিয়ে সহায়তা করা হচ্ছে । তরুন আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরী সর্ব শেষ অঢ়ল হয়ে পড়ে থাকা রাউজান সুলতান পুর ৩১শর্য্যা হাসপাতালের নষ্ট হয়ে যাওয়া আসবাব পত্র, চিকিৎসার সরঞ্জাম, অক্সিজেন, নতুন শর্যা তৈয়ারী করে ৫০ শর্য্যার রাউজান আইসোলেশন সেন্টার চালু করেছেন । গত ১৫ সেপ্টেম্বর থেকে চালু করা আইসোলেশন সেন্টারে করোনায় আক্রান্ত রোগীদের আইসোলেশনে রেখে চিকিৎসা সেবা প্রদান ও রোগীদের ঔষধ, উন্নত মানের খাবার, পুষ্টিকর ফল সহ খাদ্য প্রদান করে আসছে । করোনার প্রার্দুভাব শুরু হওয়ার পর থেকে তরুন আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরীর উদ্যোগে রাউজান পৌরসভার প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মী ও সেন্ট্রাল বয়েজ অব রাউজানের কর্মকর্তা ও সদস্যরা নিজের জীবনের ঝুকিঁ নিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত সময়ে মানবিক সহায়তা প্রদান করে রাউজানের সাধারন মানুষের কাছে প্রশংসনীয় হয়ে উঠেছে তরুন আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরী ও তার গঠিত স্বেচ্ছা সেবক টিমের সদস্যরা । রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন সাংসদ পুত্র ফারাজ করিম চৌধুরীর ঊদ্যোগে গঠিত স্বেচ্ছা সেবক টিমের সদস্যরা রাউজানে মানবিক কাজ করে মানবতার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন।