হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রামগড়ে সাবেক মুক্তিযোদ্ধার মৃত্যু

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:: খাগড়াছড়ির রামগড়ে বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মনিন্দ্র চন্দ্র নাথ (৭৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আজ রবিবার তাঁর নিজ বাসভবন রামগড়ের আনন্দ পাড়া গ্রামে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি এক পুত্র, দুই কন্যা, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব কান্তি রুদ্র’র উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে সম্মান জানানো হয়। তিনি রামগড় পৌরসভার আনন্দপাড়া নিবাসী।

রামগড় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সজিব কান্তি রুদ্র জানান, আজ দুপুর ১২টার দিকে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মনিন্দ্র চন্দ্র নাথকে যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় রামগড়ে সম্মান জানানো হয়। পরবর্তীতে বাগানবাজার তার পারিবারিক শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়।

এসময় উপস্থিত ছিলের রামগড় থানার প্রতিনিধি এস আই মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা কালাচান দেব বর্মন, প্রমোদ বিহারী নাথ, সুনীল বিশ্বাস, মফিজুর রহমান, আবুল খায়েরসহ অনেকে।

এখানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা প্রমোদ বিহারী নাথ জানান, মনিন্দ্র চন্দ্র নাথ এক অকুতোভয় সাহসী যোদ্ধা ছিলেন। তাঁর জীবদ্দশায় রামগড়ের মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার থাকাকালীন অনেক ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ছিলেন। তিনি শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালিবাড়ী মন্দিরেরও উপদেষ্টা ছিলেন।

তাঁর মৃত্যুতে রামগড়ে গভীর শোকের ছায়া নেমে আসে।